পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: মরু শহরে গোলাপি 'ঝড়', কিংসের সামনে বড় রানের টার্গেট রয়্যালসের - চেন্নাই সুপার কিংস

তরতরিয়ে ছুটছে ইয়েলো আর্মির জয়রথ। অন্যদিকে শেষ দু'ম্যাচে ছন্দপতন হয়েছে রাজস্থানের । প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যালস।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 27, 2023, 7:14 PM IST

Updated : Apr 27, 2023, 9:25 PM IST

জয়পুর, 27 এপ্রিল: টানা দু'ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান রয়্যালস ৷ সেই লক্ষ্যে বৃহস্পতিবার সোয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংসের সামনে বড় রানের টার্গেট রাখল রয়্যালসবাহিনী ৷ পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 202 রান তোলে সঞ্জু স্যামসনের দল ৷

দুরন্ত ছন্দে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা । শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে বিরাট ব্যবধানে উড়িয়ে দিয়েছে 'ধোনি অ্যান্ড কোং' । অন্যদিকে শেষ দু'ম্যাচে হারতে হয়েছে প্রথমবারের চ্যাম্পিয়ন দলকে । ফলে ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস । প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতেছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন । সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করছে রয়্যালস ।

হোম ম্যাচে রাজস্থানের কাছে শেষ বলের থ্রিলারে হারতে হয়েছিল সিএসকে'কে । তারপরেই ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই । পরপর তিন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। প্রতি ম্যাচেই দুরন্ত খেলেছে চেন্নাই ব্যাটাররা । ফলে চতুর্থ ম্যাচে জয় ও প্রথম লেগের মধুর প্রতিশোধ নিতে ব্যাটারদের দিকেই তাকিয়ে রয়েছে ইয়েলো ব্রিগেড।

অন্যদিকে পরপর তিন ম্যাচ জেতার পরেই ছন্দপতন হয়েছে রাজস্থান রয়্যালসের । চেন্নাই ছাড়াও দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল মরু শহর । তারপরেই পরপর দু'ম্যাচে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে । ফলে ঘরের মাঠ থেকেই ফের জয়ের ট্র্যাকে ফিরতে মরিয়া গোলাপি জার্সিধারীরা ।

আরও পড়ুন:টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আইপিএলে রোহিতকে বিশ্রামের পরামর্শ গাভাসকরের

চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থেকশানা, আকাশ সিং

বিকল্প: অম্বাতি রায়ডু, ডোয়াইন প্রিটোরিয়াস, শুভ্রাংশু সেনাপতি, শাইক রাশেদ, রাজবর্ধন হাঙ্গারগেকার

রাজস্থান রয়্যালস একাদশ:যশস্বী জয়সোয়াল, জস বাটলার,3 দেবদত্ত পাড্ডিকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা

বিকল্প: ডোনোভান ফেরেইরা, মুরুগন অশ্বিন, রিয়ান পরাগ, কেএম আসিফ, কুলদীপ যাদব

আরও পড়ুন: 'হারের মতোই খেলেছি', নাইটদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ কোহলি

Last Updated : Apr 27, 2023, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details