চেন্নাই, 12 এপ্রিল: টস হেরে প্রথমে ব্যাটিং করে দারুণ শুরু করল রাজস্থান রয়্যালস ৷ যস্বশী জসওয়াল বড় রান করতে না-পারলেও জস বাটলারের ব্যাটে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল রাজস্থান রয়্যালস ৷ বাটলারকে সঙ্গে দেন দেবদূত পাড়িকল ৷ তবে 26 বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে 38 রান করে আউট হন তিনি ৷ তারপর ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে শূন্য রানে ডাগ-আউটে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ বল হাতে দুরন্ত ছিলেন জাড্ডু ৷
বাটলারকে সঙ্গে দেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তবে 22 বলে 30 রানের ঝোড়ো ইনিংস খেলে তিনিও ডাগ-আউটে ফেরেন ৷ এরপর সিমরন হেটমায়ার 18 বলে 30 রান করে দলের রান 175 পৌঁছতে সাহায্য করেন ৷ রয়্যালসের হয়ে একমাত্র হাফ-সেঞ্চুরিটি আসে বাটলারের ব্যাট থেকে ৷ 36 বলে তিনটি ছয় ও একটি বাউন্ডারির সাহায্যে 52 রান করেন বাটলার ৷ সুপার কিংসের সফলতম বোলার জাদেজা ৷ 4 ওভারে মাত্র 21 রান খরচ করে 2টি উইকেট নেন জাড্ডু ৷
গত ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস । অন্যদিকে, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বিশাল ব্যবধানে দিল্লি 'বধ' করেছে রাজস্থান রয়্যালস । ফলে চিপকে ফর্ম ধরে রাখতে মরিয়া দুই দলই । ঘরের মাঠে টস জিতে বল করছে 'ধোনি অ্যান্ড কোং' ।
এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে দুই দল । পরিসংখ্যান বলছে, দুই দলই দু'টি ম্যাচে জিতেছে । প্রথম ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়েছে সিএসকে । ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর পর মুম্বইকেও হারিয়ে দিয়েছে চেন্নাই । অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের কাছে হারলেও সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান ।