নয়াদিল্লি, 20 মে: টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই । আবারও হিট ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ চেন্নাই সুপার কিংস মাস্ট উইন ম্যাচে দুই ওপেনারের দৌলতে 3 উইকেট হারিয়ে 223 রান তুলেছিল ৷ কনওয়ে 52 বলে 87 রান করেছেন এবং রুতুরাজ 50 বলে 79 রান ৷ 223 রান তাড়া করতে নেমে 146 রানেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস ৷
আজ টস জিতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ এ দিনের অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি পাটা ছিল ৷ ফলে চেন্নাই আগে ব্যাট করে বড় রান তোলার পরিকল্পনা নেন ধোনি ৷ সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেছেন ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ তাঁরা পাওয়ার প্লে-তে 52 রান তোলেন ৷ এরপর 14.3 ওভারে 141 রানের পার্টনাশিপ করেন প্রছথম উইকেটে ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে 9 বলে 22 রান করেছেন শিবম দুবে ৷ অন্যদিকে, রবীন্দ্র জাদেজা 7 বলে 20 রানে অপরাজিত থাকেন ৷ ধোনি 4 বলে 5 রানে অপরাজিত ছিলেন 20 ওভার শেষে ৷