চেন্নাই, 24 মে:ঘরের মাঠে মেগা ম্যাচ । প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস । যেই টিমে আবার রয়েছেন তরুণ তুর্কি শুভমন গিল । পরপর দু'ম্যাচে শতরান করে টিমের পালে যিনি জোর হাওয়া দিয়েছেন । কঠিন ম্যাচে হলুদ জার্সিতে ছেঁয়ে গিয়েছিল স্টেডিয়াম । সেই সুবিধাটাই এদিন পুরোদমে নিল 'ধোনি অ্যান্ড কোং' । 15 রানে হার্দিকদের হারিয়ে মোতেরার টিকিট কনফার্ম করল চেন্নাই সুপার কিংস ।
প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতকে 173 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইয়েলো আর্মি । নিজেদের দিনে শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার সম্বলিত ব্যাটিং লাইন-আপের কাছে যা কেবল সংখ্যামাত্র । এদিন সেই লাইন-আপেই কার্যত ধস নামল । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ঋদ্ধিমান সাহা । 11 বলে পাপালির সংগ্রহ 12 রান । ব্যক্তিগত 8 রানে ক্রিজ ছাড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও । বড় রান করতে পারেননি চার নম্বরে নামা দাসুন সানাকা । 16 বলে 17 করে ডাগ-আউটে ফেরেন লঙ্কার ব্যাটার । এদিন ব্যর্থ ডেভিড মিলারও । ব্যক্তিগত 4 রানেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার । ফলে মিডল অর্ডারে ধস নামায় ম্যাচ কার্যত অসম্ভব হয়ে যায় গুজরাতের কাছে ।