মুম্বই, 8 এপ্রিল: নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 157 রান তোলে মুম্বই ৷ 3 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল চেন্নাই সুপার কিংস । ব্যাট হাতে দুরন্ত খেললেন অজিঙ্ক রাহানে । ডেভিড কনওয়ে শূন্য রানে ফেরার পর 34 বছরের তরুণের ব্যাট থেকে এল 27 বলে 61 রানের বিস্ফোরক ইনিংস । যা ইয়েলো আর্মির জয়ের ভিত গড়ে দিল ।
রাহানেকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড় । প্রয়োজনমত গিয়ার চেঞ্জ করে দলকে পৌঁছে দিলেন জয়ের দোরগোড়ায় । ফলে রাহানে ডাগ-আউটে ফিরলেও ম্যাচ শেষ করলেন দলের নির্ভরযোগ্য ওপেনার । রুতুরাজের ব্যাটে এল 36 বলে 40 রান । মাঝে শিবম দুবের 26 বলে 28, শেষ পাতে অম্বাতি রায়াডুর 16 বলে 20 রানের সুবাদে ডেরায় ঢুকে পাঁচবারের চ্যাম্পিয়নকে হেলায় হারাল 'ধোনি অ্যান্ড কোং' ।
মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হলেও রবীন্দ্র জাদেজা আসতেই স্পিনে নাস্তানাবুদ মুম্বই ব্যাটাররা ৷ মাত্র 20 রানে 3টি উইকেট তুলে নেন জাড্ডু ৷ দারুণ বোলিং করেন মিচেল সান্টনার ৷ চার ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট নেন তিনি ৷ যার ফলে মাত্র 157 রানেই গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস ।