পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: চিপকে ফিরলেন পুরনো ধোনি, দিল্লি 'বধ' করে দু'য়ে চেন্নাই - দিল্লি ক্যাপিটালস

নির্ধারিত 20 ওভারে চেন্নাইয়ের 27 রান আগেই থামল দিল্লি । সপ্তম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল ক্যাপিটালস ।

IPL 2023
দিল্লি 'বধ' করে দু'য়ে চেন্নাই

By

Published : May 11, 2023, 12:33 AM IST

Updated : May 11, 2023, 1:04 AM IST

চেন্নাই, 11 মে:মাহি মার রাহা হ্যায় । চিপকে ফিরল ধোনি শো । মাত্র 9 বলে 20 করা মাহির নামের পেছনে রানের অঙ্কটা বড় না-হলেও পুরনো ধোনির ঝলক দেখে উচ্ছ্বসিত সমর্থকরা । চেন্নাই সুপার কিংসের দেওয়া 168 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস থামল 140 রানে । 27 রানে ম্যাচ জিতে দু'নম্বরে ইয়েলো আর্মি ।

প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে 167 রান তোলে চেন্নাই । ধোনির ইনিংসে ছিল 1টি চার ও দু'টি বিশাল ছয় । জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি । খাতা না-খুলেই ক্রিজ ছাড়েন ক্যাপিটালসের ওপেনার । অজি ব্যাটারকে তুলে নেন দীপক চাহার । এই ম্যাচেও বড় রান করতে পারেননি ফিল সল্ট । 11 বলে মাত্র 17 রান করে ফেরেন ইংরেজ ব্যাটার । ব্যাটে দু'অঙ্কের গণ্ডি ছুঁতে পারেননি মিচেল মার্শও । মাত্র 5 রানেই ক্রিজ ছাড়েন তিনি ।

্মাঝে মণীশ পাণ্ডে ও রিলি রসো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন । 59 রানের পার্টনারশিপে ম্যাচ নিজেদের দিকে নিয়ে গিয়েছিল ইন্দো-প্রোটিয়া জুটি । মাথিসা পাথিরানার বলে মণীশ পাণ্ডে ফিরতেই ধস নামে দিল্লি লাইন-আপে । শেষে অক্ষর পটেল চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না । শেষ পর্যন্ত 140 রানেই থেমে যায় দিল্লির ইনিংস ।

আরও পড়ুন: চেন্নাইয়ে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের সদস্যদের সঙ্গে ধোনির সাক্ষাৎ

এই নিয়ে 11 ম্যাচের 7টিতেই হারল দিল্লি । চলতি টুর্নামেন্টের শুরু থেকেই তথৈবচ দশা সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের ছেলেদের । মাঝে জয়ে ফিরলেও ফের হারে ফিরল ক্যাপিটালস । অন্যদিকে 12 ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ 15 পয়েন্ট । 7 ম্যাচ জিতে এই মুহূর্তে 2 নম্বরে রয়েছে 'ধোনি অ্যান্ড কোং'

আরও পড়ুন: সূর্যচ্ছটায় পুড়ে খাক বিরাট-বাহিনী, ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারাল মুম্বই

Last Updated : May 11, 2023, 1:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details