আমেদাবাদ, 30 মে : উশৃঙ্খল, আগ্রাসী হার্দিকের বদলে দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ রবিবার তারই ক্লাইম্যাক্স দেখল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ মেগা ম্যাচে ব্যাটার কিংবা বোলার নয়, দেখা মিলল ইউটিলিটি অল-রাউন্ডারের ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত ৷ যোগ্য সঙ্গত দিলেন রশিদ খান, শুভমন গিলরা ৷ ফাইনালে কার্যত একপেশে খেলে রাজস্থানকে উড়িয়ে দিল নবাগতরা (Gujarat Titans beat Rajasthan Royals in IPL 2022 Final) ৷
মেগা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত একেবারেই সুখের হয়নি প্রথম সংস্করণের চ্যাম্পিয়নদের ৷ হার্দিক, রশিদের অসাধারণ স্পেলে মাত্র 130 রানেই আটকে যায় রয়্য়ালসরা ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নড়বড়ে দেখাচ্ছিল গুজরাতের দুই ওপেনারকে ৷ প্রথম ওভারেই স্কোয়ার লেগে সহজ ক্যাচ তোলেন শুভমন ৷ যদিও তা তালুবন্দি করতে পারেননি যুজবেন্দ্র চহাল ৷
পরেই ওভারেই ঋদ্ধির মিডল স্টাম্প ছিটকে গুজরাতকে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ বড় রান করতে পারেননি ম্যাথু ওয়েডও ৷ মাত্র 18 রান করেই ক্রিজ ছাড়েন অজি ব্যাটার ৷ তারপরেই গিলের সঙ্গে জুটি বাঁধেন পান্ডিয়া ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 34 রানের মাথায় চহালের বলে হার্দিক ফিরলেও বিশেষ লাভ হয়নি ৷ ডেভিড মিলারের 19 বলে ঝোড়ো 32 রানের ইনিংস গুজরাতকে জয়ের গন্ডি পার করিয়ে দেয় ৷ 43 বলে 45 রানে অপরাজিত থাকেন শুভমন ৷