পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 Final : কাপ্তানের কামাল ! আত্মপ্রকাশেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত - আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত

আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত ৷ ফাইনালে কার্যত একপেশে খেলে রাজস্থানকে উড়িয়ে দিল নবাগতরা (Gujarat Titans complete dream debut with IPL title) ৷

Gujarat Titans complete dream debut
আত্মপ্রকাশেই আইপিএল গেল গুজরাতে

By

Published : May 30, 2022, 6:56 AM IST

Updated : May 30, 2022, 10:01 AM IST

আমেদাবাদ, 30 মে : উশৃঙ্খল, আগ্রাসী হার্দিকের বদলে দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ রবিবার তারই ক্লাইম্যাক্স দেখল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ মেগা ম্যাচে ব্যাটার কিংবা বোলার নয়, দেখা মিলল ইউটিলিটি অল-রাউন্ডারের ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত ৷ যোগ্য সঙ্গত দিলেন রশিদ খান, শুভমন গিলরা ৷ ফাইনালে কার্যত একপেশে খেলে রাজস্থানকে উড়িয়ে দিল নবাগতরা (Gujarat Titans beat Rajasthan Royals in IPL 2022 Final) ৷

মেগা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত একেবারেই সুখের হয়নি প্রথম সংস্করণের চ্যাম্পিয়নদের ৷ হার্দিক, রশিদের অসাধারণ স্পেলে মাত্র 130 রানেই আটকে যায় রয়্য়ালসরা ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নড়বড়ে দেখাচ্ছিল গুজরাতের দুই ওপেনারকে ৷ প্রথম ওভারেই স্কোয়ার লেগে সহজ ক্যাচ তোলেন শুভমন ৷ যদিও তা তালুবন্দি করতে পারেননি যুজবেন্দ্র চহাল ৷

পরেই ওভারেই ঋদ্ধির মিডল স্টাম্প ছিটকে গুজরাতকে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ বড় রান করতে পারেননি ম্যাথু ওয়েডও ৷ মাত্র 18 রান করেই ক্রিজ ছাড়েন অজি ব্যাটার ৷ তারপরেই গিলের সঙ্গে জুটি বাঁধেন পান্ডিয়া ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 34 রানের মাথায় চহালের বলে হার্দিক ফিরলেও বিশেষ লাভ হয়নি ৷ ডেভিড মিলারের 19 বলে ঝোড়ো 32 রানের ইনিংস গুজরাতকে জয়ের গন্ডি পার করিয়ে দেয় ৷ 43 বলে 45 রানে অপরাজিত থাকেন শুভমন ৷

1999 বিশ্বকাপের সুপার সিক্সে স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন হার্শেল গিবস ৷ তারপরে অজি ক্যাপ্টেনের সেই বিখ্যাত মন্তব্য, ‘‘তুমি ক্যাচ নয়, বিশ্বকাপটাই ফেলে দিলে ৷’ মেগা ম্যাচে শুরুর ওভারেই শুভমনের ক্যাচ ফেলে সেই স্মৃতিই ফিরিয়েছেন চহাল ৷ ওই ক্যাচ ধরতে পারলে 14 বছর পর খেতাব ঘরে তোলার সুযোগ বাড়ত ‘স্যামসন অ্যান্ড কোং’য়ের ৷ জাতীয় দলের স্পিনারের ওই একটা ভুলই ম্যাচ থেকে ছিটকে দেয় ‘গোলাপি ব্রিগেড’কে ৷

আরও পড়ুন : রণবীর-শো, রহমান ম্যানিয়ায় জমজমাট আইপিএল ফাইনাল

2008 সালে আইপিএলের প্রথম সংস্করণের ট্রফি গিয়েছিল মরুশহরে ৷ আনকোরা দল নিয়েও ফ্র্যাঞ্চাইজি লিগের শিখর ছুঁয়েছিলেন সদ্য প্রয়াত শেন ওয়ার্ন ৷ 14 বছর পর ফের আইপিএল জেতার লক্ষ্যে নেমেছিল রাজস্থান ৷ হাইভোল্টেজ ম্যাচে নিষ্প্রভ তারকাদের দৌলতে রানার্স হয়েই খুশি থাকতে হল প্রথমবারের চ্যাম্পিয়নদের ৷

Last Updated : May 30, 2022, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details