মুম্বই, 20 এপ্রিল : গত আইপিএল মরশুম একেবারেই ভাল কাটেনি ৷ না ব্যাটসম্যান হিসাবে, না অধিনায়ক হিসাবে ৷ দলও ভাল পারফর্ম করেনি ৷ গত মরশুমের শেষ ম্যাচে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, পরবর্তী আইপিএলে তাঁকে দেখা যাবে কিনা ৷ তিনি বলেছিলেন, অবশ্যই এটা তাঁর শেষ ম্যাচ নয় ৷ এই কথায় বুক বেঁধেছিলেন সমর্থরকরা ৷
ভারতীয় দলের নীল জার্সি খুলে রাখলেও চেন্নাইয়ের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা ৷ প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরায় হতাশ হয়েছিলেন সমর্থকরা ৷ এরপর রাজস্থান ম্যাচে রানে আসে তাঁর ব্যাটে ৷ তবে বড় রান করতে ব্যর্থ ধোনি ৷ 17 বলে করেন মাত্র 18 রান ৷ ইনিংসে মারেন 4 টি বাউন্ডারি ৷ তবে হলুদ জার্সি গায়ে অধিনায়ক হিসাবে 200 তম ম্যাচ খেলতে নেমে জয় নিয়েই ফেরেন মহেন্দ্র সিংহ ধোনি ৷ রাজস্থানকে হারিয়ে ধোনি বলেন, তিনি পারফরমেন্স নিয়ে কথা না দিতে পারলেও নিজেকে ফিট রাখার দাবি করেন ৷