লন্ডন , 11 মে : আইপিএলের বাকি ম্য়াচ পুনরায় আয়োজন করা হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা হয়তো সেখানে অংশ নিতে পারবেন না ৷ এমনটাই জানাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে গিলেস ৷ এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘‘আগামী জুন মাস থেকে ইংল্যান্ডের ঠাসা আন্তর্জাতিক সূচি রয়েছে ৷ তাই ভারত এ বছরে ফের আইপিএল-এর বাকি ম্যাচ আয়োজন করলে সেখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না ৷
গত সপ্তাহে বায়ো বাবলের মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল বাতিল ঘোষণা করে বিসিসিআই ৷ তবে, আইপিএল-14 ফের আয়োজন করতে হলে বিসিসিআই এর কাছে দু’টো উইন্ডো রয়েছে ৷ প্রথমটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভাগে এবং দ্বিতীয় সময় টি-20 বিশ্বকাপের আগে অক্টোবরের শুরুতে ৷