চেন্নাই, 15 এপ্রিল : হায়দরাবাদের সঙ্গে ম্যাচে আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করায় তিরস্কৃত হলেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি ৷ আইপিএল সাব কমিটির তরফে জানিয়ে দেওয়া হল, কোহলি লেভেল 1 আচরণবিধি লঙ্ঘন করেছেন ৷
হায়দরাবাদ ম্যাচে জেশন হোল্ডারের বলে ব্যক্তিগত 33 রানের মাথায় বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি ৷ এরপর নিজের উপর ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি তিনি ৷ ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারির বিজ্ঞাপন হোর্ডিংয়ে ব্যাট দিয়ে আঘাত করেন ৷ আঘাত করেন ডাগ আউটের একটি চেয়ারেও ৷ যা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির ৷ কোহলির উষ্মাপ্রকাশের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ৷ এরপর রিপোর্ট খতিয়ে দেখে অভব্য আচরণের জন্য তিরস্কার করা হল বিরাট কোহলিকে ৷