ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অঙ্কিত চৌহানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বিসিসিআই - professional cricket

স্পট ফিক্সিংয়ের ঘটনায় ক্রিকেটার অঙ্কিত চৌহানের পেশাদারি ক্রিকেট খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বিসিসিআই । মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে ।

Ankeet Chavan
অঙ্কিত চৌহানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বিসিসিআই
author img

By

Published : Jun 16, 2021, 11:30 AM IST

নয়াদিল্লি, ১৬ জুন: দীর্ঘ আট বছর পর ক্রিকেটার অঙ্কিত চৌহানের পেশাদারি ক্রিকেট খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই । মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে ।

২০১৩ সালে আইপিএলের ষষ্ঠ অধ্যায়ে স্পট ফিক্সিংয়ের ঘটনায় অঙ্কিত চৌহানকে গ্রেফতার করা হয় । তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ । অঙ্কিতের পাশাপাশি গ্রেফতার করা হয় অজিত চান্ডিলা এবং এস শ্রীসন্থকে । যখন তারা আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন ।

আরও পড়ুন: বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় কিউইরা, সুযোগ কাজে লাগাতে চান পূজারা

বিসিসিআইয়ের ডিসিপ্লিনারি কমিটি এই তিনজনকে সারা জীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করলেও ২০১৫ সালের জুলাইতে দিল্লি আদালত তাদের বিরুদ্ধে ওঠা আইপিএলের স্পট ফিক্সিংয়ের সমস্ত অভিযোগ তুলে নেয় এবং ক্লিনচিট দেয় । শ্রীসন্থের ক্রিকেট খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গত বছর । এরপরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের হয়ে মাঠে নামেন শ্রীসন্থ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details