পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

TATA IPL 2023: 31 মার্চ গুজরাত-চেন্নাই ম্যাচ দিয়ে শুরু আইপিএল, নাইটরা প্রথম মাঠে নামছে 1 এপ্রিল - গুজরাত টাইটন্স

আইপিএল-16’র (TATA IPL 2023) সূচি প্রকাশ করেছে বিসিসিআই ৷ 31 মার্চ থেকে 28 মে পর্যন্ত এই সিজনের খেলা চলবে ৷ প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এবং চেন্নাই সুপরা কিংস ৷ কলকাতা নাইট রাইডার্স প্রথম মাঠে নামবে 1 এপ্রিল ৷ প্রতিপক্ষ পঞ্জাব কিংস ৷

TATA IPL 2023 ETV BHARAT
TATA IPL 2023

By

Published : Feb 17, 2023, 6:59 PM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি: টাটা আইপিএল 2023 অর্থাৎ, সিজন 16’র (IPL Season 16) ম্যাচের সূচি প্রকাশ করল বিসিসিআই ৷ শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই ৷ 31 মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে ৷ যার প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটন্স এবং চেন্নাই সুপার কিংস ৷ এবার আইপিএল এর ম্যাচ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি-র নিজেদের ঘরের মাঠে খেলবে (BCCI Announces Schedule for TATA IPL 2023) ৷ 7টি ঘরের মাঠে এবং 7টি অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলি ৷ কেকেআর তাদের প্রথম ম্যাচ খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে ৷

বিসিসিআই-এর প্রকাশিত সূচি অনুযায়ী, 52 দিনের আইপিএল 12টি ভেন্যুতে হবে ৷ লিগ স্টেজে মোট 70টি ম্যাচ হবে ৷ আর প্লে-অফের ম্যাচ রয়েছে 4টি ৷ দু’টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনাল ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটন্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে সিজন 16’র সূচনা ৷ মেগা ওপেনিংয়ের জন্য বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই-এর অন্তর্গত আইপিএল কমিটি ৷

এবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই থাকছে ডবল হেডার ৷ 1 এপ্রিল পঞ্জাব কিংস প্রথম ম্যাচ খেলবে মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ ওই দিনেই সন্ধ্যেয় লখনউ সুপার জায়েন্ট অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে ৷ এবারের আইপিএল সবচেয়ে বেশি ডবল হেডার ম্যাচ হবে ৷ মোট 18টি ডবল হেডার রাখা হয়েছে ৷ দিনের খেলা শুরু হবে বিকেল সাড়ে 3টে থেকে এবং সন্ধ্যেয় সাড়ে 7টা থেকে ৷

আরও পড়ুন:অশ্বিন-জাদেজার মাইলস্টোন ! খোয়াজা-হ্যান্ডসকম্বের লড়াইয়েও তিনশোর আগে শেষ অজিরা

উল্লেখ্য, রাজস্থান রয়্যাল তাঁদের প্রথম দু’টি হোম ম্যাচ গুয়াহাটিতে খেলবে ৷ এরপরের 5টি ম্যাচ জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে হবে ৷ আর প্রতিবারের মতো এবারেই পঞ্জাব কিংস তাঁদের দু’টি হোম ম্যাচ হিমাচল প্রদেশের ধরমশালায় খেলবে ৷ প্রথম ম্যাচ হবে দিল্লি ক্যাপিটালসের জন্য এবং দ্বিতীয় ম্যাচ হবে রাজস্থান রয়্যালসের সঙ্গে ৷ তবে, প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু এবং সময় পরে ঘোষণা করা হবে ৷ ফাইনাল হবে 28 মে ৷

ABOUT THE AUTHOR

...view details