পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিডনি পৌঁছলেন আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা - আইপিএল

অস্ট্রেলিয়া পৌঁছালেন আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটাররা ৷ মালদ্বীপে কোয়ারেন্টাইনে থাকার পর সোমবার 38 জনের একটি দলকে নিয়ে সিডনিতে অবতরণ করে একটি চাটার্ড ফ্লাইট ৷

Australian cricketers arrived back in Sydney on a charter flight Monday
সিডনি পৌঁছলেন আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

By

Published : May 17, 2021, 3:42 PM IST

সিডনি, 17 মে : অবশেষে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটাররা ৷ সোমবার চাটার্ড ফ্লাইটে সিডনি গিয়ে পৌঁছেছেন তাঁরা ৷ মালদ্বীপে এক সপ্তাহের বেশি কোয়ারেন্টাইনে থাকার পর আজ অস্ট্রেলিয়ায় পৌঁছান, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা ৷ প্রসঙ্গত, বায়ো সিকিওর বাবলের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে মাঝপথেই বাতিল করে দিতে হয় আইপিএল ৷ তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিদেশি ক্রিকেটারদের তাঁদের দেশে ফেরানো হচ্ছে ৷

আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

সেই মতো আজ আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে সিডনি পৌঁছাল চাটার্ড ফ্লাইট ৷ ভারত থেকে বেরিয়ে তাঁরা মালদ্বীপে একটি রিসর্টে কোয়ারেন্টাইনে ছিলেন ৷ প্রায় 38 জনের একটি দল আজ সিডনি পৌঁছায় ৷ যাঁদের মধ্যে ছিলেন ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল এবং টিভি কম্যান্টেটররা ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে কোনও বিমান সেদেশে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল সংক্রমণের ভয়ে ৷ দু’দিন আগেই সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে ৷ আর তার পরেই মালদ্বীপ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে অজি ক্রিকেটার ও অন্যান্যদের নিয়ে পৌঁছায় চাটার্ড ফ্লাইট ৷

ABOUT THE AUTHOR

...view details