মুম্বই, 11 মে : ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে ছিটকে গিয়েছে তাঁর দল ৷ 20 লক্ষের অর্জুন তেন্ডুলকরের ভাগ্যে এখনও শিকে ছেঁড়েনি ৷ 11টি ম্যাচ খেলে ফেলা মুম্বই দলের হয়ে একটি ম্যাচেও বাইশ গজে দেখা যায়নি সচিন-তনয়কে ৷ যদিও মাঠে নামতে না পারলেও লাইমলাইটেই রয়েছেন জুনিয়র তেন্ডুলকরও (Arjun Tendulkar turns Master Chef) ৷
এদিন নতুন ভূমিকায় দেখা গেল অর্জুনকে ৷ বৃহস্পতিবার মুম্বই দলের তরফ থেকে টিম ডিনারের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই সতীর্থদের জন্য ‘শেফ’-এর ভূমিকায় বেশ কয়েকজন ক্রিকেটার ৷ তাঁদেরই মধ্যে অন্যতম অর্জুন ৷ ধবল কুলকার্নির পোস্ট করা ভিডিয়োতে জুনিয়র তেন্ডুলকরকে দেখা গেল বার্বিকিউ'য়ের সামনে সতীর্থদের জন্য মাংস পোড়াতে ৷
দিনকয়েক আগেই মুম্বইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ দেখা যায়, দলের প্র্যাকটিসে বিষাক্ত বাউন্সারে সতীর্থের (পড়ুন ঈশান কিষাণ) উইকেট ছিটকে দিচ্ছেন সচিন-পুত্র ৷ যা নেটিজেনদের যথেষ্ট বাহবা কুড়িয়েছিল ৷ ধুঁকতে থাকা টিমে অবিলম্বে তেন্ডুলকর-তনয়কে সামিল করার দাবিও জানিয়েছিলেন অনেকে ৷
আরও পড়ুন : পদবিতেই কি লক্ষ্যভেদ অর্জুনের !
জুনিয়র তেন্ডুলকরকে দেখা গেল বার্বিকিউ'য়ের সামনে সতীর্থদের জন্য মাংস পোড়াতে মুম্বই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত সচিন তেন্ডুলকর ৷ দলের মেন্টরের দায়িত্ব পালন করেন তিনি ৷ গত নিলামেও সচিন-পুত্রকে 20 লক্ষ টাকায় কেনে নীতা অম্বানির দল ৷ চলতি বছরেও দল পেলেও এখনও আইপিএল অভিষেক হয়নি জুনিয়র তেন্ডুলকরের ৷ মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে অভিষেক হয়েছে ৷ একটি উইকেটও নেন ৷ মুম্বই অনূর্ধ্ব 19 ও ভারতীয় অনূর্ধ্ব দলের হয়েও খেলেছেন অর্জুন ৷