পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gavaskar on Arjun Tendulkar: পারিপার্শ্বিক চাপ সামলানো ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্জুনের, মত গাভাসকরের - Arjun Tendulkar has Inherits Temperament

অর্জুন তেন্ডুলকরের প্রশংসা সুনীল গাভাসকরের মুখে ৷ পারিপার্শ্বিক চাপ সামলে খেলার দক্ষতায় মুগ্ধ হয়েছেন লিটল মাস্টার ৷ আর সেটা অর্জুন উত্তরাধিকার সূত্রে তাঁর বাবার থেকে পেয়েছেন বলে মনে করেন সানি ৷

Gavaskar on Arjun Tendulkar ETV BHARAT
Gavaskar on Arjun Tendulkar

By

Published : Apr 19, 2023, 8:45 PM IST

মুম্বই, 19 এপ্রিল: উত্তরাধিকার সূত্রে বাবার থেকেই চাপ সহ্য করার ক্ষমতা পেয়েছেন অর্জুন তেন্ডুলকর ৷ এমনটাই জানালেন, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ আইপিএল সম্প্রচারকারী চ্য়ানেলে সানি জানান, সচিন তাঁর শুরুর দিনে যেভাবে প্রত্যাশার চাপ সামলে ছিলেন ৷ সেই একই দক্ষতার সঙ্গে অর্জুনও তাঁর উপর থাকা প্রত্যাশার চাপকে সামলাচ্ছেন ৷ আর এই চাপ সামলানোর কৌশল উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্জুন তেন্ডুলকরের ৷

সুনীল গাভাসকর কিংবদন্তি সচিনের আরও একটি ইতিবাচক স্বভাব তাঁর ছেলে অর্জুনের মধ্যে লক্ষ্য করেছেন ৷ তাঁর মতে, কিংবদন্তি সচিন যেমন ক্রিকেটার হিসেবে একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন ৷ অর্জুন তেন্ডুলকরও তাঁর বাবার মতো চিন্তাশীল ক্রিকেটার ৷ তিনি নিজের খেলাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সেটা নিয়ে ভাবনাচিন্তা করেন ৷ আর এ নিয়ে বলতে গিয়ে সচিনের শুরুর দিনগুলির কথা তুলে আনেন সানি ৷

তিনি জানান, সচিনের কেরিয়ারের শুরুর দিনে সবাই ওর অসাধারণ প্রতিভা নিয়ে কথা বলত ৷ কিন্তু, তাঁর অসাধারণ চাপ সহ্য করার ক্ষমতার জন্য সেই সব প্রশংসা এবং লোকজনের মাতামাতিকে সরিয়ে রেখেছিলেন সচিন ৷ সেই একই গুণ অর্জুন তাঁর উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ৷ তাঁকে বুদ্ধিমান এবং চিন্তাশীল ক্রিকেটার হিসেবে মনে করেন গাভাসকর ৷ পাশাপাশি, ম্যাচের শেষ ওভারে অর্জুন তেন্ডুলকরের বোলিংয়ের প্রংশাসও করেন তিনি ৷ জানান, একজন তরুণ ক্রিকেটারকে ম্যাচের শেষ ওভার করতে দেখে তিনি খুব আনন্দিত ৷ এমনকি তাঁর বোলিংয়ে দল জিতলে সেটা আরও বেশি আনন্দ দেয় বলে মন্তব্য করেন সচিন ৷

আরও পড়ুন:'অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেল', ছেলের সাফল্যে খুশি বাবা সচিন

তবে, শুধু গাভাসকর নন ৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও অর্জুনের প্রশংসা করেছেন ৷ সেখানে অর্জুন, টিম ডেভিড এবং তিলক বর্মার প্রশংসা করে ফিঞ্চ জানান, জসপ্রীত বুমরা এবং জোফরা আর্চারের অনুপস্থিতিতে অর্জুন এবং টিম ডেভিড বল হাতে যে পারফর্ম্যান্স করেছেন, তা প্রশংসনীয় ৷

ABOUT THE AUTHOR

...view details