বেঙ্গালুরু (কর্ণাটক), 16 এপ্রিল:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । জানেন কি বিরাট কোহলি তাঁর দলের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জয় পাওয়ার পর কীভাবে সেলিব্রেট করেছেন ? তাঁর বেটারহাফ অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই এই প্রশ্নের জবাব মিলবে ৷
অনুষ্কা তাঁর প্রোফাইলে একটি কাপলফি পোস্ট করেছেন, যেখানে তাঁকে ও বিরাটকে দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা দারুণ খুশি ৷ অনুষ্কা পরে রয়েছেন একটি কালো টি-শার্ট আর বিরাট ধরা দিয়েছে ক্যাজুয়াল পোশাকে ৷ সেই ছবির ক্যাপশনে বলিউডের 'পরী' লিখেছেন, "ম্যাচ-পরবর্তী ড্রিঙ্কস....আমরা পার্টি করছি ৷" শনিবারের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা ৷ এই ম্যাচ তাঁকে এখনও বুঁদ করে রেখেছে বলেই মনে হচ্ছে । হাবি এবং বিজয়ী দলের পারফরম্যান্স তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, আর সে রকমই কিছু মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ৷
এই জয়ের মধ্যে দিয়েই আরসিবি চার ম্যাচে দুটি জয় এবং দুটি হার-সহ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে । তাদের রয়েছে মোট চার পয়েন্ট । অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ভয়ঙ্কর আইপিএল মরসুম অব্যাহত রয়েছে ৷ কারণ তারা তাদের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে এবং পয়েন্ট টেবিলের নীচে রয়েছে ।