পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Andre Russell : এলিমিনেটর ম্যাচের আগে ছক্কা মারার অনুপ্রেরণার কথা জানালেন রাসেল

মরু শহরে লিগের শেষ চারটি ম্যাচে রাসেলকে পায়নি কেকেআর ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পাওয়ার পর আর খেলেননি ৷ ক্যারিবিয়ান এই অল-রাউন্ডারকে ছাড়াই শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে প্লে-অফের টিকিট জোগাড় করেছে কলকাতা ৷ তবে বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে এলিমিনেটরে রাসেলকে পাওয়া নিঃসন্দেহে ইয়ন মরগ্যানদের কাছে স্বস্তির খবর ৷

Andre Russell
এলিমিনেটর ম্যাচের আগে ছক্কা মারার অনুপ্রেরণার কথা জানালেন রাসেল

By

Published : Oct 11, 2021, 5:42 PM IST

শারজা, 11 অক্টোবর : চোটের কারণে লিগের শেষ চারটি ম্যাচ খেলেননি আন্দ্রে রাসেল ৷ কিন্তু প্লে-অফের আগে বাইশ গজে লড়াইয়ের জন্য তৈরি নাইটদের ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷ তিনি ব্যাট হাতে মাঠে নামলে প্রতিপক্ষ বোলাররা চাপে থাকেন ৷ কারণ ছক্কা মারতে মাহির রাসেল ৷ আর সেই ছক্কা হাঁকানোর অনুপ্রেরণা কে, এলিমিনেটর ম্যাচের আগেই সেই রহস্য ফাঁস করলেন নাইটদের ক্যারিবিয়ান তারকা ৷

আইপিএল ও বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ছক্কা হাঁকিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রাসেল ৷ কিন্তু তাঁর এই ছক্কা মারার রহস্য কী ? সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেন, "ক্রিস গেইলের থেকে অনেক কিছু শিখেছি ৷ ও বলেছিল, বাউন্ডারির ধারে ক্যাচ হয়ে যাওয়ার ভয় আমাকে তাড়া করে বেড়ায় ৷ তাই আমি ওভার বাউন্ডারি মারতে পছন্দ করি ৷ তবে এর জন্য দরকার শক্তি ও টাইমিং ৷"

কিন্তু শক্তি অর্জনের জন্য কী করে থাকেন এই ক্যারিবিয়ান ব্যাটার ? উত্তরে রাসেল বলেন, "শরীরে শক্তি অর্জন করতে আমি প্রতিদিন 20 থেকে 30টি পুশ-আপ দিই ৷ কারণ 100 মিটার ও তার বড় ছয় মারতে গায়ে জোর লাগে ৷ বছরে এক দু'বার বড় ছয় মারতে পারব ৷ কিন্তু ধারাবাহিকভাবে মারতে গেলে শরীরের জোর থাকা জরুরি ৷" তিনি আরও বলেন, "ব্যাটে-বল কানেক্ট হওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রে শরীরের সব শক্তি দিয়ে মারার চেষ্টা করি ৷ কেউ কেউ আবার টাইমিংয়ে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারে ৷ কিন্তু বলকে এমনভাবে মারার চেষ্টা করি, যাতে নতুন বল আনতে হয় ৷"

আরও পড়ুন :কোহলি-মরগ্যানের কাছে আজ 'করো অথবা মরো', হারলেই বিদায় নিশ্চিত

মরু শহরে লিগের শেষ চারটি ম্যাচে রাসেলকে পায়নি কেকেআর ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পাওয়ার পর আর খেলেননি ৷ ক্যারিবিয়ান এই অল-রাউন্ডারকে ছাড়ায় শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে প্লে-অফের টিকিট জোরাড় করেছে কলকাতা ৷ তবে বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে এলিমিনেটরে রাসেলকে পাওয়া নিঃসন্দেহে ইয়ন মরগ্যানদের কাছে স্বস্তির খবর ৷

ABOUT THE AUTHOR

...view details