কলকাতা, 29 মার্চ: সরকারিভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিট্যালস । তবে তিনি আসন্ন আইপিএলে দিল্লির উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন । এই খবর তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে । অভিষেক পোড়েল রঞ্জি ট্রফিতে বাংলার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন । ব্যাট হাতেও দলকে ভরসা জুগিয়েছেন । সেখানে ভালো পারফরম্যান্সের কারণেই ডাক পড়েছিল দিল্লি ক্যাপিট্যালসের ট্রায়ালে । সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির ডাগ-আউটে রয়েছেন । তিনিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পে অভিষেককে দেখেন । তারপর আরও কিছুদিন অনুশীলনে দেখার পর অবশেষে অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে সবুজ-সংকেত দেওয়া হয় (Abishek Porel will Play for Delhi Capitals) ।
টিম ম্যানেজমেন্টের কাছ থেকে নির্বাচিত হওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিষেক । বঙ্গক্রিকেটের পোড়েল ব্রাদার্সের ছোটভাই বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাইডলাইন মেনেই আইপিএলের মঞ্চে খেলব । দাদা বলেছেন, উইকেটরক্ষার সময় প্রতিটি বল ধরা এবং ব্যাটিং করার সময় নিশ্চিত হয়ে পদক্ষেপ নিতে । দোনামনা করা চলবে না । মনঃসংযোগ বাড়াতে হবে । আমি সেটাই করছি । এত বড় সুযোগ পাব ভাবিনি । ড্রেসিংরুমে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ কাজে লাগাতে চাই । ওদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই । চাপ নয়, খোলা মনে সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলা হয়েছে । আমি সেটাই করতে চেষ্টা করব ।”
চোট পেয়ে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্ত । তাঁর হঠাৎ করে ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা । তাঁর জায়গায় কে আসবেন, সেটাই ছিল প্রশ্ন । কারণ ব্যাটিং, উইকেটরক্ষা এবং নেতৃত্বের ত্রিমুখী ভূমিকায় ঋষভ অনবদ্য । ফলে তাঁর অভাব মেটানো সহজ ছিল না । উইকেটরক্ষার দায়িত্বে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে নিয়ে দিল্লি একটা সমস্যা মিটিয়েছে ।