পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mahendra Singh Dhoni: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ৷ জল্পনায় আপাতত ইতি টেনেছেন ধোনি ৷ জানিয়েছেন, অবসর নিয়ে এখনই কিছু ভাবেননি তিনি ৷ আপাতত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর, বাড়ি ফিরতে চান এমএসডি ৷

Mahendra Singh Dhoni ETV BHARAT
Mahendra Singh Dhoni

By

Published : May 24, 2023, 12:15 PM IST

চেন্নাই, 24 মে: 2024 আইপিএল-এর পরের মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে ? দশমবার চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তোলার পর, এই প্রশ্নে সরল হাসি ফুটে উঠল ক্যাপ্টেন কুলের মুখে ৷ তাঁর জবাব, "জানি না, এখনও 8-9 মাস সময় আছে অবসর নিয়ে ভাবনাচিন্তা করার ৷" স্পষ্টতই বুঝিয়ে দিলেন, এখনই আইপিএল অবসর নিয়ে ভাবছেন না তিনি ৷ তবে, তিনি গ্লাভস হাতে উইকেটের পিছনে থাকুন আর নাই থাকুন, সিএসকে-এর সঙ্গে সবসময় আছেন বলে মঙ্গলবার রাতে ম্যাচ শেষে জানিয়ে দিলেন 'থালাট ধোনি ৷

আইপিএল-এ 14টি সিজন খেলেছে চেন্নাই সুপার কিংস ৷ তার মধ্যে 12টি সিজনে প্লে-অফসে কোয়ালিফাই করেছে ইয়েলো ব্রিগেড ৷ শেষমেশ সিএসকে ফাইনালে গিয়েছে 10 বার ৷ এরপর আইপিএল-এর ইতিহাসে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফ্যের ধারে কাছে কেউ আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে ৷ সেই ধোনিকে প্রশ্ন করা হয়, আগামী সিজনে কি ধোনি আবারও সিএসকে-এর জার্সিতে মাঠে নামবেন ?

ধারাভাষ্যকারের প্রশ্নে মাহির জবাব, "আমি জানি না ৷ এখনও 8-9 মাস সময় আছে এটা নিয়ে ভাবার ৷ মাঝে ডিসেম্বরে আবারও অকশন রয়েছে ৷ তাই এখনই সেই নিয়ে ভেবে মাথাব্যাথা বাড়িয়ে কী লাভ ! আমার কাছে যথেষ্ঠ সময় আছে সিদ্ধান্ত নেওয়ার ৷ আমি সবসময় সিএসকে-এর সঙ্গে আছি ৷ তা সে খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে অন্য কোনও ভূমিকায় ৷ 4 মাস বাড়ি থেকে দূরে থাকা খুব কঠিন কাজ ৷ জানুয়ারি মাসের শেষে আমি বাড়ি থেকে বেরিয়েছি ৷ মার্চ থেকে অনুশীলন শুরু করেছি ৷ অনেক সময় আছে অবসর নিয়ে ভাবার ৷"

আন্তর্জাতিক ক্রিকেটকে যখন বিদায় জানিয়েছিলেন, তখনও হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ ধোনি বরাবরই অনাড়ম্বর পদ্ধতিতে ক্রিকেট মাঠ থেকে সরে গিয়েছেন ৷ তাই আইপিএল মঞ্চে দাঁড়িয়ে নিজের অবসর ঘোষণা করবেন ধোনি, এমনটা হওয়া প্রায় দু’শো শতাংশ অসম্ভব ৷ তাই আন্তর্জাতিক ক্রিকেটের মতো হয়তো একদিন হঠাৎই কোনও একটা সোশাল মিডিয়ায় তাঁর কোনও পোস্ট ভেসে উঠল !

আরও পড়ুন:অনবদ্য সিএসকে, দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি'

তবে, সেসব সময় বলবে ৷ আপাতত 26 মে পুরো চেন্নাই দল আমেদাবাদের উদ্দেশ্য রওনা দেবে ৷ 28 মে রবিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে সিএসকে ৷ প্রতিপক্ষ কোন দল ? তা সময় বলবে ৷ আজ চিপকেই এলিমিনেটর খেলবে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে দল হারবে, তাদের আইপিএল যাত্রা এখানেই শেষ ৷ জয়ী দল 26 মে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ৷ সেই ম্যাচের জয়ী দল 28 তারিখ সিএসকে-এর বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে ৷ যেখানে পঞ্চমবার আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি ৷

ABOUT THE AUTHOR

...view details