চেন্নাই, 24 মে: 2024 আইপিএল-এর পরের মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে ? দশমবার চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তোলার পর, এই প্রশ্নে সরল হাসি ফুটে উঠল ক্যাপ্টেন কুলের মুখে ৷ তাঁর জবাব, "জানি না, এখনও 8-9 মাস সময় আছে অবসর নিয়ে ভাবনাচিন্তা করার ৷" স্পষ্টতই বুঝিয়ে দিলেন, এখনই আইপিএল অবসর নিয়ে ভাবছেন না তিনি ৷ তবে, তিনি গ্লাভস হাতে উইকেটের পিছনে থাকুন আর নাই থাকুন, সিএসকে-এর সঙ্গে সবসময় আছেন বলে মঙ্গলবার রাতে ম্যাচ শেষে জানিয়ে দিলেন 'থালাট ধোনি ৷
আইপিএল-এ 14টি সিজন খেলেছে চেন্নাই সুপার কিংস ৷ তার মধ্যে 12টি সিজনে প্লে-অফসে কোয়ালিফাই করেছে ইয়েলো ব্রিগেড ৷ শেষমেশ সিএসকে ফাইনালে গিয়েছে 10 বার ৷ এরপর আইপিএল-এর ইতিহাসে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফ্যের ধারে কাছে কেউ আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে ৷ সেই ধোনিকে প্রশ্ন করা হয়, আগামী সিজনে কি ধোনি আবারও সিএসকে-এর জার্সিতে মাঠে নামবেন ?
ধারাভাষ্যকারের প্রশ্নে মাহির জবাব, "আমি জানি না ৷ এখনও 8-9 মাস সময় আছে এটা নিয়ে ভাবার ৷ মাঝে ডিসেম্বরে আবারও অকশন রয়েছে ৷ তাই এখনই সেই নিয়ে ভেবে মাথাব্যাথা বাড়িয়ে কী লাভ ! আমার কাছে যথেষ্ঠ সময় আছে সিদ্ধান্ত নেওয়ার ৷ আমি সবসময় সিএসকে-এর সঙ্গে আছি ৷ তা সে খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে অন্য কোনও ভূমিকায় ৷ 4 মাস বাড়ি থেকে দূরে থাকা খুব কঠিন কাজ ৷ জানুয়ারি মাসের শেষে আমি বাড়ি থেকে বেরিয়েছি ৷ মার্চ থেকে অনুশীলন শুরু করেছি ৷ অনেক সময় আছে অবসর নিয়ে ভাবার ৷"