কলকাতা, 11 মে: স্পিনের চক্রব্যূহে আটকে গেল নাইটরা। সোমবারের কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি দু'দলের কাছেই অস্তিত্ব রক্ষার। আইপিএলে কোনও স্কোরই এখন নিরাপদ নয়। দু'শো প্লাস রান করেও ম্যাচ জয়ের নিশ্চয়তা নেই। সেখানে কোনক্রমে দেড়শোর আশেপাশে রান প্রতিপক্ষকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট নয়। তার উপর প্রতিপক্ষ যদি রাজস্থান রয়্যালসের মতো ভারসাম্যযুক্ত দল হয়। ইডেনে বৃহস্পতিবার টস জিতে রাজস্থান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। পাওয়ার প্লে'তে নাইটদের বড় রান করার খামতি এই ম্যাচেও অব্যাহত। প্রথমে ব্যাট করে কেকেআর 8 উইকেটের বিনিময়ে 149 রান তোলে ৷ 22 বলে 57 রান করে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার ৷ মারেন 2টি চার ও 4টি ছক্কা। অন্যদিকে, যুজবেন্দ্র চাহাল চার উইকেট নেন ৷ অর্থাৎ, জিততে হলে রাজস্থানকে তুলতে হবে 150 রান ৷
সাবধানী শুরু করেও জেসন রয় ব্যর্থ। 12 বলে তাঁর 10 রানের ইনিংস ট্রেন্ট বোল্টের বলে হেটমায়ের ভালো ক্যাচে শেষ। আরেক ওপেনার গুরবাজও বড় রান করতে ব্যর্থ। তিনিও ট্রেন্ট বোল্টের শিকার। ওপেনারদের ব্যর্থতা ঢাকতে পারত মিডল অর্ডারের দৃঢ়তায়। সেখানে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে নাইটরা কাত। 4 ওভারে 25 রান দিয়ে চার শিকার চাহালের নামের পাশে। টি-20 ক্রিকেটে বোলাররা যেখানে প্রহৃত হবেন তা নিশ্চিত সেখানে সোমবারের ইডেনে যুজবেন্দ্র চাহাল যেন 'যাদুবেন্দ্র'। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা এবং শার্দূল ঠাকুর সকলেই চাহালের ঘূর্ণিতে আত্মসমর্পন করলেন।