পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দাদার স্বপ্ন দেখানো পথে আইপিএল-এর চর্তুদর্শীর বাইশ গজে ফের কলকাতা-বেঙ্গালুরু - ব্র্যান্ডন ম্যাককুলাম

আইপিএলের 13 বছর পূর্তিতে ইতিহাসের পুনরাবৃত্তি ৷ প্রথম ম্যাচের মতো 13 বছর পূর্তিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইর্ডাস ৷

13-years-of-ipl-history-repeat-royal-challengers-bangalore-vs-kolkata-knight-riders
আইপিএল’র 13 বছর পূর্তিতে ইতিহাসের পুনরাবৃত্তি, মুখোমুখি আরসিবি-কেকেআর

By

Published : Apr 18, 2021, 2:39 PM IST

কলকাতা, 18 এপ্রিল : 2008 সালের 18 এপ্রিল, আজকের দিনেই বিশ্ব ক্রিকেটে জন্ম হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল ৷ যে টি-20 লিগ ধীরে ধীরে নিজের একটা জগত তৈরি করে নিয়েছে ক্রিকেট বিশ্বে ৷ 13 বছর আগে আইপিএল-র প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইর্ডাস ৷ 13 বছরের পূর্তিতে সেই স্মরণীয় ম্যাচের দু’টি দলই আজ একে অপরের মুখোমুখি ৷ সেদিন বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড় ৷ আর কলকাতার অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আজ তাঁরা প্রাক্তন তারকার সারিতে ৷ তবে, এই বিসিসিআই সভাপতি হিসেবে আইপিএল আয়োজনের দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

তবে, আইপিএল-কে ক্রিকেট প্রেমীর কাছে জনপ্রিয় করার অন্যতম কারিগর ছিলেন, তৎকালীন কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককুলাম ৷ তাঁর 158 রানের বিস্ফোরক ইনিংসে ভর করে আইপিএল-র প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল কেকেআর ৷ সেই ম্যাচের নায়ক ম্যাককুলাম 13 বছর পর আজও নাইট শিবিরের গুরুত্বপূর্ণ অংশ ৷ তবে, এবার আর ব্যাট ও গ্লাভস হাতে নন ৷ কাগজ পেন হাতে তিনি আজ নাইট শিবিরের ডাগআউটে কোচের দায়িত্বে ৷ দলের বর্তমান খেলোয়াড়দের পারফর্মেন্সের ভাল-খারাপ বিচারের দায়িত্ব তাঁর কাঁধে ৷ তেরো বছর পর ফের সামনে বেঙ্গালুরু ৷ তবে, এবার কোচ হিসেবে তাঁর মগজাস্ত্রের পরীক্ষা ৷

অন্যদিকে, প্রতিপক্ষ বেঙ্গালুরু শিবিরেও বহু পরিবর্তন হয়েছে ৷ সেই সময়ের বর্তমান খেলোয়াড়দের মধ্যে একজন ক্রিকেটার এখনও আরসিবি-র অন্যতম সদস্য ৷ তিনি অধিনায়ক বিরাট কোহলি ৷ 2007 সালে ভারতকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতিয়ে, সারা ফেলে দেওয়া কোহলি আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স দলে সুযোগ পেয়েছিলেন ৷ সে সময় রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে মিডল অর্ডারে ব্যাট করে কোহলি আজ বেঙ্গালুরুর অধিনায়ক ৷ আজ সেই বিরাট কোহলির বেঙ্গালুরু বিরুদ্ধে ইয়ন মর্গ্যানের কলকাতার খেলা ৷

আরও পড়ুন : সামনে 'বিরাট' বাধা, জয়ের সরণীতে ফিরতে মরিয়া মরগ্যান বাহিনী

13 বছর আগে বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে 140 রানে হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইর্ডাস ৷ এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয় কি না, সেদিকেই নজর থাকবে কলকাতার সমর্থকদের ৷ অন্যদিকে, বেঙ্গালুরু শিবিরের সঙ্গে তাদের সমর্থকরা চাইবেন, তেরো বছর আগের সেই স্মৃতিকে ভুলে নাইটদের বিরুদ্ধে ম্যাচ জিততে ৷ সব মিলিয়ে তেরো বছর পর, আবারও সেই মুহূর্তকে আবারও উপভোগ করতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা ৷

ABOUT THE AUTHOR

...view details