কোচি, 23 ডিসেম্বর: 2023 মরশুমের আগে আজ আইপিএল মিনি অকশন (IPL Auction 2023) ৷ আইপিএল-এর 10টি দল তাদের খালি থাকা জায়গাগুলিতে কিছু ভালো ক্রিকেটারকে নিতে চাইবে ৷ এই লড়াইয়ে খুব বেশি করে রয়েছে কলকাতা নাইট রাইর্ডাস (Kolkata Knight Riders) ৷ কারণ, বাকি 9টি দলের তুলনায় অকশন থেকে কেকেআর-কে বেশি ক্রিকেটার তুলতে হবে ৷ কিন্তু, সেই তুলনায় নাইট শিবিরের পার্সে টাকার অংক খুবই সামান্য, মাত্র 7.05 কোটি টাকা ৷ সেখানে পঞ্জাব কিংগস এবং সানরাইজার্স হায়দরাবাদ অনেক বেশি ঝুঁকি নিতে পারবে প্লেয়ার তোলার জন্য ৷
এবছর সানরাইর্জার হায়দরাবাদের সবচেয়ে বেশি প্লেয়ার স্লট ফাঁকা রয়েছে ৷ 25 জনের স্লটের মধ্যে 13টা স্লট ফাঁকা ৷ কিন্তু, তাঁদের হাতে রয়েছে 42.25 কোটি টাকা ৷ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় সবচেয়ে বেশি ৷ হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি আজকের মিনি অকশনে মূলত ভালো অলরাউন্ডারের খোঁজ করবে ৷ আর সেখানে স্যাম কারান, বেন স্টোকসকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে হায়দরাবাদ ৷ আবার এই দুই ক্রিকেটারকে দলে নিতে চাইবে পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ার ডেভিল, লখনউ সুপার জায়েন্টসের মতো ফ্র্যাঞ্চাইজি ৷
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাঁদের গত 5 বছরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে এবার ছেড়ে দিয়েছে ৷ নিউজিল্যান্ড অধিনায়ককে নেওয়ার জন্য কোন দল ঝাঁপায় সেটাও দেখার বিষয় ৷ পাশাপাশি, এই নিলামে বড় আকর্ষণ হতে চলেছেন নিকোলাস পুরান ৷ তাঁকে হায়দরাবাদ গতবারের মেগা অকশনে বড় অংক খরচ করে নিলেও, ছেড়ে দেওয়া হয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের এই উইকেট-কিপার ব্যাটারকে যে অনেক ফ্র্যাঞ্চাইজিই নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না ৷ পাশাপাশি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রসোউ এবারের নিলামে বড় চমক হতে চলেছেন ৷ অক্টোবর মাসে ভারত সফরে এসে রসোউ দেখিয়ে দিয়েছেন, তিনি উপমহাদেশের পিচেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ৷