পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Auction 2023: নিলামে কাদের দলে নিতে মরিয়া নাইটরা ? - আইপিএল 16

আইপিএল 16’র আগে আজ মিনি অকশন (IPL Auction 2023) ৷ সেখানে 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করবে ৷ সবার নজরে ইংল্যান্ড টেস্ট দলে অধিনায়ক বেন স্টোকসের দিকে (Ben Stokes in Focus at IPL Mini Auction) ৷

IPL Auction 2023 File Image
আইপিএল মিনি অকশন

By

Published : Dec 23, 2022, 2:16 PM IST

কোচি, 23 ডিসেম্বর: 2023 মরশুমের আগে আজ আইপিএল মিনি অকশন (IPL Auction 2023) ৷ আইপিএল-এর 10টি দল তাদের খালি থাকা জায়গাগুলিতে কিছু ভালো ক্রিকেটারকে নিতে চাইবে ৷ এই লড়াইয়ে খুব বেশি করে রয়েছে কলকাতা নাইট রাইর্ডাস (Kolkata Knight Riders) ৷ কারণ, বাকি 9টি দলের তুলনায় অকশন থেকে কেকেআর-কে বেশি ক্রিকেটার তুলতে হবে ৷ কিন্তু, সেই তুলনায় নাইট শিবিরের পার্সে টাকার অংক খুবই সামান্য, মাত্র 7.05 কোটি টাকা ৷ সেখানে পঞ্জাব কিংগস এবং সানরাইজার্স হায়দরাবাদ অনেক বেশি ঝুঁকি নিতে পারবে প্লেয়ার তোলার জন্য ৷

এবছর সানরাইর্জার হায়দরাবাদের সবচেয়ে বেশি প্লেয়ার স্লট ফাঁকা রয়েছে ৷ 25 জনের স্লটের মধ্যে 13টা স্লট ফাঁকা ৷ কিন্তু, তাঁদের হাতে রয়েছে 42.25 কোটি টাকা ৷ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় সবচেয়ে বেশি ৷ হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি আজকের মিনি অকশনে মূলত ভালো অলরাউন্ডারের খোঁজ করবে ৷ আর সেখানে স্যাম কারান, বেন স্টোকসকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে হায়দরাবাদ ৷ আবার এই দুই ক্রিকেটারকে দলে নিতে চাইবে পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ার ডেভিল, লখনউ সুপার জায়েন্টসের মতো ফ্র্যাঞ্চাইজি ৷

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাঁদের গত 5 বছরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে এবার ছেড়ে দিয়েছে ৷ নিউজিল্যান্ড অধিনায়ককে নেওয়ার জন্য কোন দল ঝাঁপায় সেটাও দেখার বিষয় ৷ পাশাপাশি, এই নিলামে বড় আকর্ষণ হতে চলেছেন নিকোলাস পুরান ৷ তাঁকে হায়দরাবাদ গতবারের মেগা অকশনে বড় অংক খরচ করে নিলেও, ছেড়ে দেওয়া হয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের এই উইকেট-কিপার ব্যাটারকে যে অনেক ফ্র্যাঞ্চাইজিই নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না ৷ পাশাপাশি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রসোউ এবারের নিলামে বড় চমক হতে চলেছেন ৷ অক্টোবর মাসে ভারত সফরে এসে রসোউ দেখিয়ে দিয়েছেন, তিনি উপমহাদেশের পিচেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ৷

আরও পড়ুন:সবচেয়ে কম টাকা নিয়ে শুক্রে মিনি অকশনে নাইটরা, পার্পল ব্রিগেডের নজর থাকবে যে দিকে

তবে, মিনি অকশনে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes in Focus at IPL Mini Auction) দিকেই বেশি নজর অধিকাংশ দলের ৷ আর অলরাউন্ডারদের নাম যখন ডাকা হবে নিলামে, তখন স্টোকসের দর রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই বিশ্বাস ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ তবে, কলকাতা নাইট রাইডার্স মাত্র 7 কোটির পার্স নিয়ে 11 জন ক্রিকেটারের স্লটের মধ্যে কতটা ভরাট করতে পারে সেটাই দেখার ৷ আর তাই এবারের মিনি অকশনে কলকাতার ফ্র্যাঞ্চাইজির থেকে তেমন কোনও চমক আশাও করা হচ্ছে না ৷

তবে, মুম্বই ইন্ডিয়ান্সের দিকে নজর অবশ্যই থাকবে ৷ কারণ, 5 বারের আইপিএল জয়ী দল গতবার সবচেয়ে দুর্বল ছিল ৷ বিশেষ করে দলের ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের মধ্যে কেবল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ছা়ড়া তেমন কেউ ছিলেন না ৷ আর জসপ্রীত বুমরা চোটের কারণে সব ম্যাচ খেলেননি ৷ তাঁকে তেমন ছন্দেও পাওয়া যায়নি ৷ তবে, এবার জফরা আর্চার, বুমরা-সহ বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে পাচ্ছে মুম্বই শিবির ৷ কিন্তু, তার বাইরে অলরাউন্ডারের লিস্টে আরও কয়েকটি ভালো নাম জুড়তে চাইবে মুম্বই ৷ উল্লেখ্য মুম্বই ফ্র্যাঞ্চাইজির পার্সে 20.55 কোটি টাকা রয়েছে ৷ ফলে তাঁরা বড় না হলেও, ছোটখাটো চমক দিতেই পারে ৷

ABOUT THE AUTHOR

...view details