দুবাই, 19 ডিসেম্বর: শেষ হল আইপিএলের নিলাম পর্ব ৷ কে কেমন ঝড় তুলল অকশন টেবিলে? কতখানি বাড়ল দলের ক্ষমতা ৷ 230.45 কোটি টাকা দিয়ে 72 জন ক্রিকেটারকে দলে আনল দশটি ফ্রাঞ্চাইজি ৷ এরই মাঝে আবার দলই পেলেন না স্টিভ স্মিথ, তাবরেজ শামসি, আদিল রশিদরা ৷ আসুন দেখে নিই নিলামের কিছু ঝলক ৷
সিংহাসনে স্টার্ক-কামিন্স, দল পেলেন না স্মিথ; দেখে নিন আইপিএল নিলামের খুটিনাটি - The list of sold and unsold players
IPL 2024 auction: শেষ হল আইপিএল-এর নিলাম পর্ব ৷ তৈরি হল চড়া দামে খেলোয়াড়দের দলে নেওয়ার রেকর্ড ৷ মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা তো দারুণ দাম পেলেন ৷ দল পেলেন না স্টিভ স্মিথ, তাবরেজ শামসিরা ৷
Etv Bharat
Published : Dec 19, 2023, 10:44 PM IST
বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকা:
- আইপিএল-এর নিলামপর্বে সবচেয়ে বেশি টাকায় মিচেল স্টার্ককে দলে টানল কেকেআর ৷ কলকাতা নাইটরাইডার্স স্টার্ককে দলে আনল 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে ৷
- দিনের শুরুতে সবচেয়ে 20 কোটি 50 লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদ দলে টেনেছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ৷ কয়েক ঘণ্টার জন্য় তিনিই ছিলেন আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সেই রেকর্ড ভাঙেন স্টার্ক ৷
- 14 কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে দলে নিল চেন্নাই সুপার কিংস ৷
- 11 কোটি 75 লাখ দিয়ে হর্ষল প্যাটেলকে দলে নিল পঞ্জাব কিংস ৷
- 11 কোটি 50 লাখ দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কিনে নিল আলঝারি জোসেফকে ৷
- 10 কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ান বাঁ হাতি পেসার স্পেনসর জনসনকে দলে আনল গুজারাত টাইটান্স ৷
- অনামী ভারতীয় ক্রিকেটার সমীর রিজভিকে দলে টানল চেন্নাই ৷ তিনি পেলেন 8 কোটি 40 লাখ টাকা ৷
- রিলি রুসোকে 8 কোটি টাকায় দলে আনল পঞ্জাব ৷
- 7 কোটি 40 লক্ষ টাকায় রভম্যান পাওয়েলকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷
- 7 কোটি 40 লক্ষ টাকায় গুজরাতের দলে গেলেন শাহরুখ খান ৷
- 7 কোটি 20 লক্ষ টাকা পেলেন কুমার কুশাগ্র ৷ এই উইকেট কিপারকে দলে আনল দিল্লি ৷
- 6 কোটি 80 লক্ষ টাকার বিনিময়ে বিশ্বকাপ ফাইনালের প্লেয়া অফ দ্য ম্যাচ ট্র্যাভিড হেডকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
- 6 কোটি 40 লক্ষ টাকায় শিবম মাভিকে দলে আনল লখনউ সুপারজায়েন্টস ৷
- 5 কোটি 80 লাখ টাকায় উমেশ যাদবকে দলে আনল গুজারাত টাইটান্স ৷
- 5 কোটি 80 লাখ টাকায় শুভম দুবেকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷
- 5 কোটি টাকায় জিরাল্ড কোয়েটজেকে দলে নিল মুম্বই ৷
- 5 কোটি টাকায় ঝাই রিচার্ডসনকে দলে নিল দিল্লি ৷
- 4 কোটি 60 লক্ষ টাকা পেলেন দিলশান মধুশঙ্কা ৷ তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস ৷
- 4 কোটি 20 লাখে ক্রিস ওকসকে দলে নিল পঞ্জাব ৷
- 4 কোটি টাকায় হ্যারি ব্রুককেও দলে নিয়েছে হায়দরাবাদ ৷
- 4 কোটি টাকা পেলেন শার্দুল ঠাকুরও ৷ তাঁকে দলে নিয়েছে চেন্নাই ৷
- 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে টানল চেন্নাই-ই ৷
- 2 কোটি টাকা দিয়ে মুজিব-উর রহমানকে দলে নিল কলকাতা ৷
- দল পেয়েছেন টম কুরান(রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর), ওয়ানিন্দু হাসারঙ্গা (সানরাইজার্স হায়দরাবাদ), আজমতউল্লাহ ওমরজাই(গুজারাত টাইটান্স), ট্রিস্টান স্টাবস(দিল্লি ক্যাপিটালস), জয়দেব উনাদকাট(সানরাইজার্স হায়দরাবাদ), রাচিন রবীন্দ্র(চেন্নাই সুপার কিংস), কেএস ভরত (কলকাতা নাইট রাইডার্স), চেতন সাকারিয়া(কলকাতা নাইটরাইডার্স), অঙ্গকৃশ রঘুবংশী(কলকাতা নাইটরাইডার্স), রমনদীপ সিং(কলকাতা নাইটরাইডার্স), আর্শিন কুলকার্নি( লখনউ সুপার জায়েন্টস), শ্রেয়াস গোপাল(মুম্বই ইন্ডিয়ানস) ৷
অবিক্রিত থেকে গেলেন যাঁরা:
স্টিভ স্মিথ, আকিল হোসেন, তাবরেজ শামসি, আদিল রশিদ, ইশ সোধি, জস ইংলিশ, কুশল মেন্ডিস, করুণ নায়ার, মুরুগান অশ্বিন, রাসি ভ্যানডার ডুসন, মিচেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, কিমা পলের মতো ক্রিকেটাররা এবার আইপিএলে কোনও দল পেলেন না ৷