মুম্বই, 30 এপ্রিল :ব্যক্তিগত জীবন আর কেরিয়ারকে সমান্তরালভাবে নিয়ে চলেন তিনি ৷ ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট’ এই যুক্তিতেই বিশ্বাসী ৷ তাই দীর্ঘদিন ধরে ব্যর্থতা সঙ্গী হলেও প্রাণ খুলে সতীর্থর বিয়েতে নাচতে পারেন ৷ সোশ্যাল মিডিয়ায় এবার 'অবসর নাও' গোছের রব, প্রাক্তন কোচের 'বিশ্রাম নাও' পরামর্শ এলেও নির্বিকার থাকেন ৷ এর জবাব একমাত্র ব্যাটেই দেওয়া যায় তা বিলক্ষণ জানেন বিরাট কোহলি অনুরাগীরা ৷ আজ ভিকে অনুরাগীদের জ্বালা কিছুটা হলেও মিটেছে (Virat Kohli hits half century in rcb vs gt match) ৷ আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান এল 'আধুনিক যুগের রানমেশিন'-নামে খ্যাত বিরাটের ব্যাটে ৷ তাঁর 53 বলে 58 রানের ইনিংসকে সমালোচকদের মুখের মতো জবাব দেওয়া হয়ত বলা যায় না ৷ তবু প্রাক্তন আরসিবি অধিনায়কের ব্যাটে রান আসায় ব্যপক উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা ৷
আজ শনিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আরসিবি ৷ রানের খোঁজে গত ম্যাচ থেকেই ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে এনেছিলেন কোহলি ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেদিন ব্যর্থ হলেও আজ গুজরাতের বিরুদ্ধে সফল ওপেনার বিরাট কোহলি ৷ বঙ্গে বৃষ্টির মতোই চলতি আইপিএলে তাঁর ব্যাটে রানের বর্ষণের আশায় চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে 45 বলে অর্ধশতরান পূর্ণ করে তাঁদের অনেকটাই স্বস্তি দিলেন কিং কোহলি ৷ 13তম ওভারে মহম্মদ শামির তৃতীয় বলে সিঙ্গল নিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৷ এর পর বেশিক্ষণ অবশ্য ক্রিজে টিকতে পারেননি কোহলি ৷ ছয়টি চার ও 1টি ছক্কার সাহায্যে 53 বলে 58 রান করে শামির বলে বোল্ড হন ৷