মুম্বই, 24 নভেম্বর : গতবার আইপিএলকে বিদেশের মাটিতে নিয়ে যেতে বাধ্য করেছিল করোনা সংক্রমণ ৷ জৈব বলয়ের সুরক্ষাও আটকাতে পারেনি এই মারণ ভাইরাসকে ৷ তবে এবার আর সেই পথে হাঁটবে না বিসিসিআই ৷ বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 10 দলের 2022 আইপিএল অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই ৷ শোনা যাচ্ছে, আসন্ন আইপিএলের (IPL 2022 schedule reveal) দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে ৷ বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 2 এপ্রিল থেকে আইপিএল (IPL 2022) শুরু হওয়ার জোর সম্ভাবনা ৷ এমনকি ভেনুও নাকি ঠিক হয়ে গিয়েছে ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ৷
কোভিড পরিস্থিতিতে গত দুটি মরসুম ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল আইপিএলের আসর ৷ গত মরসুমে অবশ্য টুর্নামেন্টের অর্ধেক অংশ সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছে ৷ 2022 আইপিএলে দশটি দল মাঠে নামবে ৷ পুরানো আটটি ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হয়েছে আহমেদাবাদ এবং লখনউ ৷ ফলে করোনা পরবর্তী যুগে নতুন মোড়কে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ সূত্রের খবর, 2 এপ্রিল থেকে চেন্নাই উদ্বেধনী ম্যাচ হওয়ার কথা রয়েছে ৷ ফাইনাল জুন মাসের মাসের প্রথম সপ্তাহে (4 অথবা 5 জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ৷ হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিটি টিম 14টি করে লিগ ম্যাচ খেলবে ৷