পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি - IPL 2022 auction will take place on February 12 and 13

2022 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি (IPL 2022 auction will take place on February 12 and 13) ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার এই খবর নিশ্চিত করে জানিয়েছেন গার্ডেন সিটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম ৷

IPL Auction 2022
পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম আগামী 12-13 ফেব্রুয়ারি

By

Published : Jan 11, 2022, 8:33 PM IST

Updated : Jan 11, 2022, 10:00 PM IST

মুম্বই, 11 জানুয়ারি : 2022 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12 ও 13 ফেব্রুয়ারি (IPL 2022 auction will take place on February 12 and 13) ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার সংবাদসংস্থা এএনআই'কে এই খবর নিশ্চিত করেছেন ৷ গার্ডেন সিটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম ৷ পাশাপাশি ব্রিজেশ প্যাটেল জানান, মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোর পরিবর্তে টুর্নামেন্টের টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ ৷

গভর্নিং কাউন্সিলের আলোচনার পরেই মঙ্গলবার এইসকল সিদ্ধান্ত চূড়ান্ত হয় ৷ পাশাপাশি লখনউ এবং আমদাবাদ ফ্যাঞ্চাইজি যে আসন্ন আইপিএলে অংশগ্রহণ করছে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এব্যাপারে ছাড়পত্র দিয়েছে বলে জানান তিনি ৷ অর্থাৎ, আইপিএল 2022 যে 10 দলের হতে চলেছে সেবিষয়ে আর কোনও দোটানা রইল না ৷

আরও পড়ুন : Cricketers Retained Ahead Of IPL 2022 : রাসেল-সহ চার ক্রিকেটারকে ধরে রাখল নাইটরা, আট দলের রিটেইন ক্রিকেটারদের তালিকা একনজরে

7,090 কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ৷ অন্যদিকে 5,625 কোটিতে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে সিভিসি ক্যাপিটালস ৷ ব্রিজেশ প্যাটেল এএনআই'কে এদিন বলেন, "আইপিএল অংশগ্রহণের ব্যাপারে লখনউ এবং আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ ক্রিকেটারদের প্রাথমিক খসড়া তালিকা জমা দেওয়ার জন্য দুই ফ্র্যাঞ্চাইজিকে দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছে ৷"

Last Updated : Jan 11, 2022, 10:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details