পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

2022 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি (IPL 2022 auction will take place on February 12 and 13) ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার এই খবর নিশ্চিত করে জানিয়েছেন গার্ডেন সিটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম ৷

IPL Auction 2022
পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম আগামী 12-13 ফেব্রুয়ারি

By

Published : Jan 11, 2022, 8:33 PM IST

Updated : Jan 11, 2022, 10:00 PM IST

মুম্বই, 11 জানুয়ারি : 2022 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12 ও 13 ফেব্রুয়ারি (IPL 2022 auction will take place on February 12 and 13) ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার সংবাদসংস্থা এএনআই'কে এই খবর নিশ্চিত করেছেন ৷ গার্ডেন সিটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম ৷ পাশাপাশি ব্রিজেশ প্যাটেল জানান, মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোর পরিবর্তে টুর্নামেন্টের টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ ৷

গভর্নিং কাউন্সিলের আলোচনার পরেই মঙ্গলবার এইসকল সিদ্ধান্ত চূড়ান্ত হয় ৷ পাশাপাশি লখনউ এবং আমদাবাদ ফ্যাঞ্চাইজি যে আসন্ন আইপিএলে অংশগ্রহণ করছে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এব্যাপারে ছাড়পত্র দিয়েছে বলে জানান তিনি ৷ অর্থাৎ, আইপিএল 2022 যে 10 দলের হতে চলেছে সেবিষয়ে আর কোনও দোটানা রইল না ৷

আরও পড়ুন : Cricketers Retained Ahead Of IPL 2022 : রাসেল-সহ চার ক্রিকেটারকে ধরে রাখল নাইটরা, আট দলের রিটেইন ক্রিকেটারদের তালিকা একনজরে

7,090 কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ৷ অন্যদিকে 5,625 কোটিতে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে সিভিসি ক্যাপিটালস ৷ ব্রিজেশ প্যাটেল এএনআই'কে এদিন বলেন, "আইপিএল অংশগ্রহণের ব্যাপারে লখনউ এবং আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ ক্রিকেটারদের প্রাথমিক খসড়া তালিকা জমা দেওয়ার জন্য দুই ফ্র্যাঞ্চাইজিকে দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছে ৷"

Last Updated : Jan 11, 2022, 10:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details