মুম্বই, 4 মে : মারণ ভাইরাসের কবলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত ৷ যে কারণে আপাতত আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ জানিয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ৷
জৈব সুরক্ষা বলয়ও করোনাকে রুখতে ব্যর্থ ৷ গতকাল থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতে থাকে ৷ কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার আক্রান্ত হন ৷ যার জেরে ম্যাচ বাতিল হয়ে যায় ৷ এরপর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ, দলের আধিকারিক এবং বাস ড্রাইভারের আক্রান্ত হন ৷ আজ সকালে সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর আসে ৷ এই খবর চাউর হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিসিসিআইয়ের তরফে আইপিএল স্থগিত করার ঘোষণা করে দেওয়া হয় ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দেন, আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে কোটিপতি লিগ ৷