মুম্বই, 25 এপ্রিল : লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শেষের দুটি দলের মধ্যে ৷ ম্যাচের আগে রাজস্থান রয়্যালসের থেকে একধাপ এগিয়ে সপ্তম স্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স ৷ একদম শেষে ছিল রাজস্থান ৷ শনিবার ওয়াংখেড়েতে ব্যাটে বলে যুঝতে থাকা নাইটদের 6 উইকেটে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল সঞ্জু স্যামসনরা ৷ আর টেবিলের শেষে ঠাঁই হল কলকাতার দলটির ৷ টানা চারটি ম্যাচে হারল নাইটরা ৷
মুম্বইয়ের মাঠে চূড়ান্ত ব্যর্থ নাইটদের ব্যাটিং বিভাগ ৷ শুধু ব্যাটিং নয়, কোনও বিভাগেই রাজস্থানকে ছাপিয়ে যেতে পারল না কেকেআর ৷ ফিল্ডিংয়ের অবস্থা তথৈবচ ৷ সর্বোচ্চ 26 বলে 36 রান করলেন রাহুল ত্রিপাঠী ৷ প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমন গিল ও নীতীশ রানা শুরুটা করেছিলেন মন্থর গতিতে ৷ চলতি আইপিএলে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন শুভমন গিল ৷ এদিনও 19 বলে 11 রান করে ফেরেন ৷ নীতীশ রানার ব্যাটও ভরসা দিতে পারেনি ৷ সুনীল নারিন, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল- যাঁদের ব্যাটের দিকে তাকিয়ে থাকে নাইট ভক্তরা সকলেই ব্যর্থ ৷ 24 বলে 25 রান দীনেশ কার্তিকের ৷ নাইটদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভাঙার কাজটা করে গেলেন চলতি আইপিএলের সবচেয়ে দামি অলরাউন্ডার ক্রিস মরিস ৷ 4 ওভারে 23 রান দিয়ে চারটি উইকেট নিলেন মরিস ৷ ফলে 133 রানে আটকে যায় নাইটদের ইনিংস ৷