পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021 Eliminator : কোহলি-মরগ্যানের কাছে আজ 'করো অথবা মরো', হারলেই বিদায় নিশ্চিত

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এলিমিনেটর ম্যাচ ৷ যে দল হারবে আইপিএল 2021 থেকে তাঁদের বিদায় নিশ্চিত ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু ম্যাচ ৷

IPL 2021
IPL 2021

By

Published : Oct 11, 2021, 11:01 AM IST

শারজা, 11 অক্টোবর : ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির শেষ আইপিএলে আরসিবির লক্ষ্য প্রথমবার খেতাব জয় ৷ 2012, 2014-র সুদিন ফিরিয়ে আনার প্রচেষ্টা কলকাতা নাইট রাইডার্সের ৷ শারজার মাঠে দুটি দল আজ প্লে অফে মুখোমুখি হচ্ছে ৷ বিরাট কোহলির স্ট্র্যাটেজি এবং ইয়ন মরগ্যানের ধৈর্যের বড় পরীক্ষা আজ ৷ ম্যাচ হারলেই 2021 আইপিএল থেকে বিদায় নিতে হবে ৷ ফলে দুটি দলই জয় পেতে মরিয়া ৷

অতীতেও বিরাট কোহলির নেতৃত্বে তিনবার প্লে অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 2015, 2016 ও 2020 সালে ৷ তার মধ্যে 2016 সালে প্রথমবার ফাইনালে পা রাখে আরসিবি ৷ তবে খেতাব জয়ের স্বপ্নপূরণ হয়নি ৷ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই পরের মরসুম থেকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন কোহলি ৷ আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিদায় পর্বটা আইপিএল জিতেই শেষ করতে চান তিনি ৷ সেই লক্ষ্যে আজ তাদের বড় কাঁটা ইয়ন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্স ৷ আজকের ম্যাচ জিতলেও ফাইনালে ওঠা যাবে না ৷ তবে হারলে বিদায় নিশ্চিত ৷

একইভাবে ইয়ন মরগ্যানের সামনে কেকেআরের সুদিন ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ৷ 2012 থেকে 2014 সালের মধ্যে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার খেতাব জিতে ফেলেছে নাইটরা ৷ কিন্তু তারপর থেকে নাইটরা ফাইনালে পর্যন্ত পৌঁছাতে পারেনি ৷ আজ কোহলিদের বিরুদ্ধে জয়, ছেলে আরিয়ানকে নিয়ে দুঃশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়া শাহরুখ খানকে কিছুটা হলেও স্বস্তি দেবে ৷

আরও পড়ুন :IPL 2021 : ভিন্টেজ ধোনি, দিল্লিকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে চেন্নাই

কাগজে কলমে দুটো দলই সমান শক্তিশালী ৷ তবে পরিসংখ্যানের দিক থেকে বিচার করলেন কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে ৷ দুটি দল 28টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ তারমধ্যে 15টিতে জয় পেয়েছে কিং খানের দল ৷ তবে আরসিবি লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসে ফুটছে ৷ 14 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাটের দল ৷

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দিনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন ৷

আরসিবির সম্ভাব্য প্রথম একাদশ : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদত্ত পারিক্কল, কেএস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ডেন ক্রিশ্চিয়ান, জর্জ গার্টেন, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চহ্বাল, মহম্মদ সিরাজ এবং হর্ষল প্যাটেল ৷

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details