শারজা, 11 অক্টোবর : ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির শেষ আইপিএলে আরসিবির লক্ষ্য প্রথমবার খেতাব জয় ৷ 2012, 2014-র সুদিন ফিরিয়ে আনার প্রচেষ্টা কলকাতা নাইট রাইডার্সের ৷ শারজার মাঠে দুটি দল আজ প্লে অফে মুখোমুখি হচ্ছে ৷ বিরাট কোহলির স্ট্র্যাটেজি এবং ইয়ন মরগ্যানের ধৈর্যের বড় পরীক্ষা আজ ৷ ম্যাচ হারলেই 2021 আইপিএল থেকে বিদায় নিতে হবে ৷ ফলে দুটি দলই জয় পেতে মরিয়া ৷
অতীতেও বিরাট কোহলির নেতৃত্বে তিনবার প্লে অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 2015, 2016 ও 2020 সালে ৷ তার মধ্যে 2016 সালে প্রথমবার ফাইনালে পা রাখে আরসিবি ৷ তবে খেতাব জয়ের স্বপ্নপূরণ হয়নি ৷ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই পরের মরসুম থেকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন কোহলি ৷ আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিদায় পর্বটা আইপিএল জিতেই শেষ করতে চান তিনি ৷ সেই লক্ষ্যে আজ তাদের বড় কাঁটা ইয়ন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্স ৷ আজকের ম্যাচ জিতলেও ফাইনালে ওঠা যাবে না ৷ তবে হারলে বিদায় নিশ্চিত ৷
একইভাবে ইয়ন মরগ্যানের সামনে কেকেআরের সুদিন ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ৷ 2012 থেকে 2014 সালের মধ্যে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার খেতাব জিতে ফেলেছে নাইটরা ৷ কিন্তু তারপর থেকে নাইটরা ফাইনালে পর্যন্ত পৌঁছাতে পারেনি ৷ আজ কোহলিদের বিরুদ্ধে জয়, ছেলে আরিয়ানকে নিয়ে দুঃশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়া শাহরুখ খানকে কিছুটা হলেও স্বস্তি দেবে ৷
আরও পড়ুন :IPL 2021 : ভিন্টেজ ধোনি, দিল্লিকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে চেন্নাই