আবু ধাবি, 3 অক্টোবর : রুতুরাজের দুরন্ত শতরানে স্কোরবোর্ডে দুশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল চেন্নাই সুপার কিংস ৷ আপাত নড়বড়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার জন্য এই স্কোর যথেষ্ট ছিল ৷ কিন্তু ম্যাচ গড়াতেই হিসেব বদলে গেল ৷ চেন্নাইয়ের অভিজ্ঞতাকে ছাপিয়ে গেল রাজস্থানের তারুণ্যের জোশ ৷ শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের দাপটে চেন্নাইয়ের দেওয়া 190 রান তাড়া করে জিতল রাজস্থান ৷ডু এর ডাই ম্যাচে ধোনিদের 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল রাজস্থান ৷
শনিবার আবু ধাবিতে আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম শতরান করলেন সিএসকে তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৷ 60 বলে অপরাজিত 101 রানের ইনিংস খেলেন ৷ তাঁর ব্যাটে ভর করে 189 রান তোলে চেন্নাই ৷ রুতুরাজের এই সেঞ্চুরির জবাব দিলেন শিবম দুবে, যশস্বী জয়সওয়ালরা ৷ দুজনই অর্ধশতরান হাঁকিয়েছেন ৷ চেন্নাইয়ের দেওয়া 189 রান তাড়া করতে নেমে শুরু থেকেই দুরন্ত দেখিয়েছে রাজস্থানকে ৷ এভিন লুইস, যশস্বী জয়সওয়ালের জুটিতে প্রথম উইকেটে 77 রান ওঠে ৷ তবে রাজস্থানের রানের গতি বাধাপ্রাপ্ত হয় এভিন লুইসের আউটে ৷ ষষ্ঠতম ওভারের দ্বিতীয় বলে তাঁকে ফেরান শার্দুল ঠাকুর ৷ পরের ওভারেই অপর ওপেনার যশস্বীকে হারায় রাজস্থান ৷ যদিও ততক্ষণে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন 19 বছরের এই বাঁ হাতি ব্যাটার ৷ তবে এরপর রাজস্থানের উইকেট ফেলতে যথেষ্ট বেগ পেতে হয় ধোনিবাহিনীকে ৷
যশস্বী ফিরলেও রানের গতি থমকে থাকেনি ৷ অধিনায়ক সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ব্যাটিং এবং শিবম দুবের ঝোড়ো ইনিংসে জয় ছিনিয়ে নেয় রাজস্থান ৷ ষোলোতম ওভারে শার্দুলের বলে সঞ্জু (24 বলে 28 রান ) যখন ফিরলেন ততক্ষণে রাজস্থানের স্কোর তিন উইকেট হারিয়ে 170 ৷ গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সমাপ্ত করে শিবম দুবে ৷ 42 বলে অপরাজিত 64 রান করেছেন দুবে ৷