পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021 CSK vs MI : মরুশহরে আজ রান বর্ষণের পূর্বাভাস, মুখোমুখি মাহি-হিটম্যান - ধোনি বনাম রোহিত

গতবছরের নিরাশাজনক পারফরম্যান্সের পর চলতি বছরে চেনা ছন্দে পাওয়া গিয়েছে চেন্নাই সুপার কিংসকে ৷ সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট 10 ৷ ঋতুরাজ গায়কোয়াড়, স্যাম কারানদের মতো দলের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ভাল লেগেছে ৷

IPL
IPL

By

Published : Sep 19, 2021, 12:10 PM IST

দুবাই, 19 সেপ্টেম্বর : একজন যদি ‘মিস্টার কুল’ হন তো অন্যজনও ঠান্ডা ঠান্ডা কুল কুল ৷ আইপিএল নামক গ্রহের দুটি সবচেয়ে সফল দল ৷ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হওয়া মানে ধোনি বনাম রোহিতের ক্রিকেট মস্তিষ্কের লড়াই ৷ আজ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ যা করোনার জন্য মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই দ্বিতীয় ভাগের প্রথম লড়াই শুরু হচ্ছে ধোনি বনাম রোহিতের দ্বৈরথ দিয়ে ৷ দু‘জনই আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৷ স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷

শূন্য থাকবে না গ্যালারি

আইপিএলের দ্বিতীয় পর্বে গ্যালারি থেকে ভেসে আসবে দর্শকদের চিৎকার ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে দর্শকদের জন্য দরজা খুলে দিয়েছে বিসিসিআই ৷ তবে অবশ্যই কিছু নির্দেশিকা মেনেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢোকার জন্য 48 ঘণ্টার আগের আরটিপিসিআর টেস্টের প্রয়োজন নেই ৷ তবে টিকার দু‘টি ডোজ় নেওয়ার প্রমাণপত্র জরুরি ৷ এছাড়া মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা তো রয়েছেই ৷ তবে শারজা স্টেডিয়ামের নিয়ম একটু আলাদা ৷ স্টেডিয়ামে ঢুকতে হলে ষোলো বছরের উপর বয়স হতে হবে ৷ একইসঙ্গে টিকাকরণের প্রমাণপত্র এবং 48 ঘণ্টা আগের আরটিপিসিআর টেস্টও প্রয়োজন ৷

আরও পড়ুন : IPL 2021: রবিবাসরীয় সন্ধ্যায় ধোনি-হিটম্যান ধামাকায় মরু শহরে আইপিএল শুরু

টি-20 বিশ্বকাপে মিলতে পারে সুযোগ

ভাগ্য যে কোনও সময় বদলে যেতে পারে ৷ টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়ে গিয়েছে ৷ তা সত্ত্বেও এই মেগা টুর্নামেন্টের আগে আইপিএলের পারফরম্যান্সকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় ৷ ফলে আইপিএলের উপর অনেক কিছুই নির্ভর করছে ৷ আবার কোনও খেলোয়াড় চোট পেলে অন্য কেউ জায়গা নিতে পারে ৷ দল ঘোষিত হলেও আইসিসি 10 অক্টোবর পর্যন্ত পরিবর্তনের অনুমতি দিয়েছে ৷

সিএসকে

গতবছরের নিরাশাজনক পারফরম্যান্সের পর চলতি বছরে চেনা ছন্দে পাওয়া গিয়েছে চেন্নাই সুপার কিংসকে ৷ সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট 10 ৷ ঋতুরাজ গায়কোয়াড়, স্যাম কারানদের মতো দলের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ভাল লেগেছে ৷ ব্যাট ও বল হাতে রবীন্দ্র জাদেজা এবং মইন আলির পারফরম্যান্সও দারুণ ৷ জাদেজা এই দলের এক্স ফ্যাক্টর ৷ তিনটি বিভাগেই ধোনির ভরসার পাত্র তিনি ৷ অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে তৈরি এই দলে যদি কাউকে ছন্দে পাওয়া যায়নি তিনি হলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও শুধুমাত্র এই কারণে ধোনিকে উপেক্ষা করলে বিপক্ষ টিমের কপালে দুঃখ আছে ৷

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই এখনও পর্যন্ত টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে ৷ ফলে আজ সিএসকের বিরুদ্ধে দ্বিতীয় পর্বটা ঢিমেতালে শুরু করলে সমস্যা হতে পারে ৷ মিডল অর্ডারের ভাল পারফরম্যান্সের প্রয়োজন রয়েছে ৷ দলের বোলারদের পাওয়ার প্লে ওভারগুলিতে আরও ভাল প্রদর্শন করতে হবে ৷ অধিনায়ক রোহিত শর্মা ভাল ফর্মে রয়েছেন ৷ সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, লেগ স্পিনার রাহুল চাহার বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন ৷ হার্দিক পাণ্ডিয়াকেও হয়ত নিয়মিতভাবে বোলিং করতে দেখা যাবে ৷ এতে বিশ্বকাপে ভারতের হাতে অতিরিক্ত বোলিং অপশন থাকবে ৷

আরও পড়ুন : Team India coach: বিরাটদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা

ABOUT THE AUTHOR

...view details