পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021 MI vs PKBS : মরুদেশে রোহিতদের প্রথম জয়, কিংসদের 6 উইকেটে হারাল মুম্বই

প্রথমে ব্যাটিং করে মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করতে পারেনি পঞ্জাব কিংস ৷ পঞ্জাবকে দেড়শো রানের গণ্ডি টপকাতে দেননি মুম্বই বোলাররা ৷

MI vs PKBS
MI vs PKBS

By

Published : Sep 29, 2021, 6:46 AM IST

আবু ধাবি, 29 সেপ্টেম্বর : অবশেষে 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ লাগাতার তিনটি ম্যাচে হারের পর মঙ্গলবার আবু ধাবিতে পঞ্জাব কিংসকে 6 উইকেটে হারাল রোহিত শর্মার দল ৷ হার্দিক পাণ্ডিয়া, সৌরভ তিওয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতেই পঞ্জাবের দেওয়ার টার্গেট পার করে যায় মুম্বই ৷ এই জয়ে মুম্বই পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল ৷ ষষ্ঠ স্থানে রয়েছে প্রীতি জিন্টার টিম ৷

প্রথমে ব্যাটিং করে মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করতে পারেনি পঞ্জাব কিংস ৷ পঞ্জাবকে দেড়শো রানের গণ্ডি টপকাতে দেননি মুম্বই বোলাররা ৷ এদিন চূড়ান্ত ব্যর্থ ক্রিস গেইল ৷ চার বল খেলে মাত্র এক রান করে পোলার্ডের বলে ডাগ-আউটে ফেরেন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ ক্যাপ্টেন লোকেশ রাহুল শুরুটা ভাল করলেও ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷ 21 রান করে তিনিও পোলার্ডের শিকার হন ৷ একই ওভারে গেইল ও রাহুলকে ফিরিয়ে পঞ্জাব ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন পোলার্ড ৷ এর আগে মনদীপ সিংকে তুলে নিয়ে প্রীতি জিন্টার দলকে প্রথম ধাক্কা দেন ক্রুণাল পান্ডিয়া ৷

পোলার্ডের জোড়া ধাক্কার পর নিকোলাস পুরানকে তুলে নিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে মুম্বই ৷ মাত্র 2 রান করে বুমরার বলে এলবিডব্লিউ হন ক্যারিবিয়ান বাঁ-হাতি ৷ এরপর আডেন মার্করাম ও দীপক হুডার ঝোড়ো ব্যাটিং পঞ্জাবকে একশো রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ৷ 26 বলে হাফ-ডজন বাউন্ডারি মেরে 42 রান করে রাহুল চাহারের শিকার হন মার্করাম ৷ হুডাকে তুলে নেন বুমরা ৷ পঞ্জাব ইনিংসে একটি মাত্র ছয় হয় ৷ যেটি মারেন হুডা ৷ একটি চার ও একটি ছয়ের সাহায্যে 26 বলে ব্যক্তিগত 28 রানে আউট হন তিনি ৷ পঞ্জাব কিংসকে 135 রানে বেঁধে রাখেন মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা ৷ বুমরা 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ এক ওভার হাত ঘুরিয়ে মাত্র 8 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন পোলার্ড ৷ নাথান কুল্টার নাইল উইকেট না-পেলেও চার ওভারে মাত্র 19 রান দেন ৷

আরও পড়ুন :KKR WIN : 'দিল্লি জয়' করে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা

টার্গেট স্বল্প হলেও মুম্বই শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন পঞ্জাবের লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ চতুর্থতম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে ফেরান তিনি ৷ 10 বলে 8 রান করে মনদীপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাপ্টেন রোহিত ৷ পরের বলেই সূর্যকুমারের উইকেট ছিটকে দেন ৷ দু দুটি গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল মুম্বই ৷ এরপর সৌরভ তিওয়ারিকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন কুইন্টন ডি কক ৷ দলীয় 61 রানে মহম্মদ শামির শিকার হন ডি কক (27) ৷ এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন হার্দিক পাণ্ডিয়া ৷ 45 রান করে সৌরভ তিওয়ারি ফিরলেও মুম্বইকে জিতিয়েই মাঠ ছাড়েন হার্দিক ৷ 30 বলে 40 রানের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি ৷ 7 বলে 15 রান করে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড ৷

ABOUT THE AUTHOR

...view details