পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 3, 2021, 12:48 PM IST

Updated : May 3, 2021, 1:21 PM IST

ETV Bharat / sports

করোনায় আক্রান্ত দুই নাইট ক্রিকেটার, স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ

ওই দুজন হলেন বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ৷

kkr
kkr

কলকাতা, 3 মে : দলের পারফরম্যান্স নিয়ে সমস্যা তো ছিলই ৷ তার সঙ্গে যোগ হল করোনা কাঁটা ৷ জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার ৷ ওই দুজন হলেন বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ৷ ম্যাচটি পরে কোনও একদিন খেলা হবে ৷

সোমবার আমেদাবাদে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের ৷ টানা ম্যাচ হেরে ক্লান্ত মরগ্যান বাহিনী কোহলিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ৷ অন্যদিকে শুরুটা দারুণ করেও গত দুটি ম্যাচ হেরে টাল খেয়েছে আরসিবি ৷ হারের হ্যাটট্রিক এড়াতে সমস্যায় বিদ্ধ কেকেআরের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করেছিল বেঙ্গালুরুর দলটি ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ দেশের দৈনিক আক্রান্ত যখন রোজ সাড়ে তিন লাখের উপরে তখন জৈব সুরক্ষা বলয়েও সুরক্ষিত থাকতে পারলেন না ক্রিকেটাররা ৷ করোনায় আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র ৷ টিমের প্রতিটি সদস্য, সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আর তাই আজকের মতো খেলা হচ্ছে না আরসিবি-কেকেআর ম্যাচ ৷

আরও পড়ুন : সচিনের 'মিশন অক্সিজেন', দান করলেন 1 কোটি টাকা

তবে নাইট শিবিরে করোনার হানা এই প্রথম নয় ৷ টুর্নামেন্ট শুরুর আগে আক্রান্ত হয়েছিলেন নীতীশ রানা ৷ অবশ্য সুস্থ হয়ে যাওয়ায় প্রথম থেকেই নীতীশ রানার সার্ভিস পেয়েছিল কলকাতা ৷ দুরন্ত ফর্মে ছিলেন তিনি ৷ কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে কেকেআরের বেহাল পারফরম্যান্সের মতো নীতীশ রানার ব্যাটেও রান আসা বন্ধ হয়ে গিয়েছে ৷

দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে রত তখন আইপিএলের মনোরঞ্জন সঠিক কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অ্যাডাম গিলক্রিস্ট, অভিনব বিন্দ্রাদের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা প্রশ্ন তুলেছেন ৷ বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকে দেশে ফিরে গিয়েছেন ৷ কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল, যে খুশি টুর্নামেন্ট ছেড়ে চলে যেতে পারে ৷ কিন্তু আইপিএল চলবে ৷ তবে জৈব সুরক্ষা বলয়ে থেকেও ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠবে তা বলাই যায় ৷

Last Updated : May 3, 2021, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details