পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021 : ভিন্টেজ ধোনি, দিল্লিকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে চেন্নাই

প্রথম দল হিসেবে 2021 আইপিএলের ফাইনালে পা রাখল চেন্নাই সুপার কিংস ৷ রুতুরাজ গায়কোয়াড় এবং রবিন উথাপ্পার অর্ধশতরানের পর ফিনিশার ধোনির দাপটে দিল্লিকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে চেন্নাই ৷

IPL 2021
IPL 2021

By

Published : Oct 11, 2021, 6:34 AM IST

Updated : Oct 11, 2021, 7:07 AM IST

দুবাই, 11 অক্টোবর : রেকর্ড নয়বার আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই সুপার কিংস ৷ আর ফাইনালে ওঠার ম্যাচে আবির্ভূত হলেন ফিনিশার ধোনি ৷ শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে চিরপরিচিত মেজাজে দলকে ফাইনালে তুললেন ক্যাপ্টেন কুল ৷ ফিনিশার ধোনিকে দেখে আবেগ চেপে রাখতে পারেননি আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলিও ৷ লিখলেন, "দ্যা কিং ইজ ব্যাক ৷ ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার তুমিই ৷" চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস হারল 4 উইকেটে ৷

এদিন অপরাজিত 18 রানের ক্যামিও ইনিংস খেলেন ধোনি ৷ যার মধ্যে তিনটি চার ও একটি ছয় রয়েছে ৷ শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল 13 রান ৷ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ দুটি উইকেট নেওয়া টম কারেনের হাতে বল তুলে দেন ৷ ধোনি অবশ্য ততক্ষণে ক্রিজে উপস্থিত ৷ কারেন ওভারের প্রথম বলেই মইন আলিকে আউট করলেন ৷ পাঁচ বলে 13 রানের টার্গেট দাঁড়ায় সিএসকে-র ৷ দ্বিতীয় বলটি বাউন্ডারি লাইনের ওপারে ফেললেন ধোনি ৷ জয়ের জন্য চার বলে তখন 9 রানের প্রয়োজন ৷ পরের বলে ফের বাউন্ডারি হাঁকান তিনি ৷ এর পরের বল ওয়াইড করেন কারেন ৷ পরের বলে ফের বাউন্ডারি হাঁকিয়ে খেল খতম করেন ধোনি ৷

গোটা টুর্নামেন্ট জুড়ে ধোনিকে অতীতের চেনা মেজাজে পাওয়া যায়নি ৷ দল তরতর করে এগোলেও ক্যাপ্টেন কুল-এর ফর্ম আলোচনার কেন্দ্রে ছিল ৷ টুর্নামেন্টের একেবারে শেষ লগ্নে এসে ফিনিশার ধোনির আবির্ভাবে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা ৷ প্রিয় মাহি ভাইকে দেখে আবেগে ভেসেছেন বিরাট কোহলি ৷ প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ লিখলেন, "ওম ফিনিশায়ে নম !"

আরও পড়ুন : AUS-W vs IND-W : বিফলে গেল স্মৃতির অর্ধশতরান, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

কোয়ালিফায়ার 1-এ চেন্নাইয়ের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ৷ ঋষভ পন্থদের দেওয়া 173 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফেরেন ফাফ ডুপ্লেসি (1) ৷ সেই ধাক্কা সামলে ইনিংসের হাল ধরে নেন রুতুরাজ গায়কোয়াড় এবং রবিন উথাপ্পা ৷ দুজনেই অর্ধশতরান করেন ৷ দ্বিতীয় উইকেটে 110 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ একটা সময় মনে হচ্ছিল চেন্নাই সহজেই ম্যাচ জিতে ফেলবে ৷ কিন্তু দিল্লির দিকে ম্যাচ ঘোরান টম কারেন ৷ প্রথমে উথাপ্পা (44 বলে 63 রান) এবং তারপর শার্দূল ঠাকুর (0)-কে আউট করে চেন্নাইকে চাপে ফেলে দেন ৷ 1 রান করে ফেরেন অম্বাতি রায়ডুও ৷ তবে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন রুতুরাজ ৷ 50 বলে 70 রানের ইনিংস খেললেন ৷ রুতুরাজ, উথাপ্পার তৈরি মঞ্চে ফিনিশিং টাচ দিলেন ক্যাপ্টেন ধোনি ৷ তাঁর 18 রানের ক্যামিও চেন্নাইয়ের জয় নিশ্চিত করে ৷

আরও পড়ুন :DRS : প্রথমবার পুরুষদের টি-20 বিশ্বকাপে আত্মপ্রকাশ হচ্ছে ডিআরএসের

টস জিতে এদিন ঋষভ পন্থের দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি ৷ শিখর ধাওয়ান সুবিধা না করতে পারলেও শুরু থেকেই ঝড় তোলেন আরেক ওপেনার পৃথ্বী শ ৷ শ্রেয়স আইয়ারের 8 বলে 1 রান হতাশ করলেও পৃথ্বীর মারমুখী মেজাজ সেই হতাশা ভুলিয়ে দেয় ৷ মাত্র 27 বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ 7টি চার এবং 3টি ছয়ে 34 বলে 60 রান করে পৃথ্বী ফেরার পর দলের ব্য়াটন ধরেন অধিনায়ক ঋষভ পন্থ ৷ যোগ্য সঙ্গত করেন শিমরন হেটমেয়ার ৷ স্বল্প রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দিল্লি এই দুই ব্য়াটারের ব্য়াটেই পাল্টা চাপে ফেলে দেয় চেন্নাইকে ৷ 3টি চার, 2টি ছয়ে অধিনায়ক 35 বলে 51 রান করেন ৷ হেটমেয়ার করেন 24 বলে 37 ৷ পঞ্চম উইকেটে পন্থ-হেটমেয়ার জুটি যোগ করেন 83 রান ৷ হেটমেয়ার আউট হলেও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন পন্থ ৷

আরও পড়ুন : Anurag Thakur: কমনওয়েলথে দল না পাঠানোর সিদ্ধান্তে হকি ফেডারেশনের উপর ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী

Last Updated : Oct 11, 2021, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details