পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পয়েন্ট টেবিলে খাতা খোলাই লক্ষ্য, আজ ধোনি-রাহুল দ্বৈরথ - আইপিএল 2021

ম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড়ছে দুটি দল ৷ চেন্নাই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ অপরদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থান রয়্যালসকে প্রথম ম্যাচে হারিয়েছে লোকেশ রাহুলের দল ৷

chennai super kings will face punjab kings today
chennai super kings will face punjab kings today

By

Published : Apr 16, 2021, 10:23 AM IST

মুম্বই, 16 এপ্রিল : পয়েন্ট টেবিলে খাতা খোলার জন্য আজ মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ৷ আইপিএলের অষ্টম ম্যাচে আজ মহেন্দ্র সিং ধোনির সিএসকের মুখোমুখি পঞ্জাব কিংস ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড়ছে দুটি দল ৷ চেন্নাই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ অপরদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থান রয়্যালসকে প্রথম ম্যাচে হারিয়েছে লোকেশ রাহুলের দল ৷ ম্যাচে নজর থাকবে যে কয়েকজন খেলোয়াড়ের দিকে ৷

ক্রিস গেইল

যেকোনও টিমের কাছেই ত্রাস ৷ নিজের দিনে একাই ম্যাচ জেতাতে পারেন ৷ গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 40 রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল ৷ আজ আইপিএলের টানা দ্বিতীয় ম্যাচ জিততে গেইলের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে অনুরাগীরা ৷ অধিনায়ক লোকেশ রাহুলের বড় ভরসা এই ক্যারিবিয়ান ক্রিকেটার ৷

বিপক্ষের কাছে সবসময় ত্রাস গেইল

ফাফ ডু প্লেসিস

গত কয়েকটি মরসুম ধরে সিএসকে-র ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ফাফ ৷ দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাট চলেনি ৷ দ্রুত আউট হয়ে ফিরেছিলেন তবে দলকে একটা ভালো শুরু দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাঁধে ৷ আজ সিএসকে-র হয়ে ইনিংস শুরু করবেন তিনি ৷

দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাট চলেনি

লোকেশ রাহুল

গতবারের অরেঞ্জ ক্যাপ জয়ী ৷ প্রীতি জিন্টার দলের অন্যতম ভরসা লোকেশ রাহুল ৷ তাই জাতীয় দলের এই তরুণ তুর্কীর কাঁধে দেওয়া হয়েছে দলের নেতৃত্বের দায়িত্ব ৷ মরসুমের প্রথম ম্যাচেই রাহুলের ব্যাটে রানের বন্য়া বয়েছে ৷ 91 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি ৷ চেন্নাইয়ের বিরুদ্ধেও তাঁর ব্যাটে ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই আশা অনুরাগীদের ৷

মহেন্দ্র সিং ধোনি

ধোনি ছাড়া সিএসকে যেন ভাবাই যায় না ৷ শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত ৷ চেন্নাই তিনবার আইপিএল জিতেছে তাঁরই নেতৃত্বে ৷ ফলে দলের হয়ে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা সবসময় থাকে ধোনির ৷ কিন্তু 14তম আইপিএলের প্রথম ম্যাচে সিএসকে-কে জেতাতে পারেননি ৷ দ্রুত আউট হয়ে ফিরেছিলেন ৷ আজ পঞ্জাবের বিরুদ্ধে 'থালা'র ব্যাটে রানের ফুলঝুরির অপেক্ষায় তারা ৷

গত ম্যাচ দ্রুত আউট হয়ে ফিরেছিলেন ধোনি

সুরেশ রায়না

ধোনির মতোই সিএসকে-র পুরানো সৈনিক সুরেশ রায়না ৷ গত মরসুমে ব্যক্তিগত কারণে খেলেননি ৷ তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল ৷ এবার ফের চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন রায়না ৷ টি-20 ফরম্যাটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান প্রথম ম্যাচে ধামাকেদার ব্যাটিং করেছিলেন ৷ খেলেছিলেন 54 রানের ইনিংস ৷ আজও রায়নার থেকে তেমন পারফরম্য়ান্স আশা করছে অনুরাগীরা ৷

গত ম্যাচে 54 রানের ইনিংস খেলেছিলেন রায়না

ABOUT THE AUTHOR

...view details