কাবুল, 21 সেপ্টেম্বর : মাঠের ধারে ছোট পোশাক পরে নাচবেন চিয়ার লিডাররা ৷ মহিলাদের মাথায় থাকবে না হিজাব ৷ তালিবানের মতে, ইসলাম ধর্মে এসব দেখা হারাম ৷ অর্থাৎ নিষিদ্ধ ৷ ইসলাম বিরোধী কনটেন্ট থাকার আশঙ্কায় আফগানিস্তানে নিষিদ্ধ করা হল আইপিএলের সম্প্রচার ৷ তালিবানি শাসনে আইপিএলের চার-ছক্কার মনোরঞ্জন উপভোগ করতে পারবেন না আফগানিস্তানবাসী ৷
দেশটিতে তালিবান কব্জা করতেই বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপিত হয়েছে ৷ তালিবানি ফতোয়ার তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে ৷ মেয়েদের স্কুল, কলেজ যাওয়া বিশ বাঁও জলে ৷ নাচ, গান বা বিনোদনমূলক কোনও কাজ করা যাবে না ৷ বাদ যায়নি খেলাধুলোও ৷ ছেলেরা ছাড় পেলেও তালিবানি শাসনে মেয়েদের মাঠে নামার সুযোগ নেই ৷ আফগান মহিলা ক্রিকেট দলে খেলা বন্ধ ৷ এবার তালিবানের কোপ পড়ল আইপিএলের সম্প্রচারের উপর ৷ গত 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ টিভির সামনে বসে সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ আর পাবেন না আফগানিস্তানবাসী ৷ রশিদ খান, মহম্মদ নবিদের হয়ে গলা ফাটানো যাবে না ৷