দুবাই, 10 অক্টোবর : কোরোনা সংক্রমণের কারণে IPL আরব আমিরশাহিতে শুরু হওয়ার পর থেকেই ফর্মে ছিলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ৷ বিরাটকে নিয়ে সব মহল থেকে শুরু হয় সমালোচনা ৷ প্রাক্তন ক্রিকেটাররা থেকে সাধারণ ক্রিকেট ভক্ত সবাই সমালোচনার তিরে বিদ্ধ করেন ভারত অধিনায়ককে ৷ কিন্তু তিনি ছিলেন সময়ের অপেক্ষায় ৷ নিজের দিনে প্রতিপক্ষকে একার হাতেই শেষ করে দিতে পারেন তিনি ৷ এই বিশ্বাসটা নিজের থেকে হারাতে দেননি ৷ আর আজ যেন সমালোচকদের জবাব দিলেন তিনি ৷
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে দল ম্যাচ জিতলেও তিনি করেছিলেন মাত্র 3 রান ৷ তখনও কেউ জানত না পরের ম্যাচেই বাউন্স ব্যাক করবেন বিরাট ৷ রাজস্থান রয়্যালসকে দিয়ে শুরু ৷ 53 বলে 72 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৷ তারপরের ম্যাচ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে করলেন 43 রান ৷ আর আজ খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন ৷ 52 বলে খেললেন 90 রানের ইনিংস ৷