দুবাই, 19 সেপ্টেম্বর : মরুদেশে মহাযজ্ঞ । আজ থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । আবু ধাবি, দুবাই ও শারজার তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ । IPL এর জন্য মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেডিয়ামগুলি । এক নজরে স্টেডিয়ামগুলির ঝলক ।
শেখ জায়েদ স্টেডিয়াম (আবু ধাবি )
IPL এর উদ্বোধনী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর আসর বসছে এখানেই । 20 হাজার দর্শক বিশিষ্ট এই স্টেডিয়াম তৈরি হয় 2004 সালে । এই মাঠেই ভারত- পাকিস্তান ফ্রেন্ডশিপ সিরিজ হয়েছিল ।