সানরাইজ়ার্স হায়দরাবাদকে 5 উইকেটে হারাল রাজস্থান রয়্যালস । ষষ্ঠ উইকেটে 85 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচাল তেওয়াটিয়া - পরাগ জুটি ।
রাজস্থানকে হারা ম্যাচ জিতিয়ে নায়ক রাহুল-রিয়ান
19:22 October 11
5 উইকেটে জিতল রাজস্থান
18:49 October 11
কোণঠাসা রয়্যালস শিবির
ম্যাচ প্রায় হাতছাড়া । 12 তম ওভারে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে রয়্যালস শিবিরের কপালের ভাঁজ চওড়া করেন রশিদ খান । 15 ওভারে রাজস্থান রয়্যালসের সংগ্রহ 5 উইকেটে 94 । ক্রিজে রয়েছেন রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগ ।
18:27 October 11
জিততে 10 ওভারে 92 চাই রাজস্থানের
উথাপ্পা-স্যামসনের জুটিতে লড়াইয়ে ফিরছিল রাজস্থান । দশম ওভারে উথাপ্পাকে ফিরিয়ে রাজস্থানকে আরও কোণঠাসা করে দেন রশিদ খান । দশ ওভারে রাজস্থানের সংগ্রহ 4 উইকেটে 67 রান । ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ । জিততে হলে বাকি দশ ওভারে 92 রান তুলতে হবে তাদের ।
17:55 October 11
ব্যকফুটে রাজস্থান
খলিল আহমেদের জোড়া ধাক্কায় চাপে রাজস্থান রয়্যালস । কোয়ারানটিন কাটিয়ে মাঠে নেমে ব্যর্থ বেন স্টোকস । খলিল আহমেদের বলে ক্লিন বোল্ড হয়ে ডাগ আউটে ফেরেন বেন স্টোকস । চতুর্থ ওভারে স্টিভ স্মিথকে রান আউট করেন টি নটরাজন । পঞ্চম ওভারে বাটলারকেও ক্লিন বোল্ড করেন খলিল আহমেদ । সঙ্গী করে লড়ছেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ । 5 ওভারে রাজস্থানের সংগ্রহ 3 উইকেটে 36 । ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন ও রবিন উথাপ্পা ।
17:13 October 11
রাজস্থানের লক্ষ্য 159
রাজস্থান রয়্যালসকে 159 রানের টার্গেট দিল সানরাইজ়ার্স হায়দরাবাদ । 20 ওভারে 3 উইকেট হারিয়ে 158 রান তোলে তারা । কেন উইলিমাস ও প্রিয়ম গর্গের শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিংয়ে 150-এর গণ্ডি পেরোয় । শেষ দু ওভারে 35 রান তোলে কেন-গর্গ জুটি । 54 রান করে আউট হন মণীশ পাণ্ডে ।
16:46 October 11
ওয়ার্নারকে ফেরালেন জোফ্রা আর্চার , ক্রিজে মণীশ ও কেন উইলিয়ামসন
ভয়ংকর হয়ে ওঠা হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ডাগ আউটে ফেরালেন জোফ্রা আর্চার । ব্যক্তিগত 48 রানে আউট হন ওয়ার্নার । দ্বিতীয় উইকেটে 63 রান যোগ করে ওয়ার্নার-মণীশ জুটি । 15 ওভারে 2 উইকেট হারিয়ে 96 রান তুলেছে হায়দরাবাদ । ক্রিজ়ে রয়েছেন মণীশ পাণ্ডে ও কেন উইলিয়ামসন ।
16:24 October 11
ওয়ার্নার-মণীশ জুটিতে লড়াইয়ে ফিরছে হায়দরাবাদ
প্রাথমিক ধাক্কা সামলে লড়াইয়ে ফিরছে হায়দরাবাদ । সৌজন্যে ওয়ার্নার-মণীশ জুটি । দ্বিতীয় উইকেটে বড় পার্টনারশিপের দিকে এগোচ্ছে ওয়ার্নার-মণীশ জুটি । দশ ওভারে 1 উইকেট হারিয়ে 63 ।
15:58 October 11
6 ওভারে হায়দরাবাদের সংগ্রহ 1 উইকেটে 26, প্যাভিলিয়নে জনি বেয়ারস্টো
কার্তিক ত্যাগীর দুর্দান্ত কামব্যাক । ছয় মারার পরের বলেই জনি বেয়ারস্টোকে প্যাভেলিয়নে ফেরান তিনি । ব্যক্তিগত 16 রানে সঞ্জু স্যামসনের হাতে ধরা দিয়ে ফেরেন বেয়ারস্টো ।
6 ওভারে 1 উইকেট হারিয়ে হায়দরাবাদের সংগ্রহ 26 রান । ক্রিজ়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে ।
15:38 October 11
ধীর গতিতে ইনিংস শুরু হায়দরাবাদের
দুবাই , 11 অক্টোবর: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজ়ার্স হায়দরাবাদের ।
আজ হায়দরাবাদ দলে একটি পরিবর্তন হয়েছে । আবদুল সামাদের বদলে দলে এসেছেন বিজয় শংকর । এদিকে রাজস্থান রয়্যালস দলে চারটি পরিবর্তন করেছে । যশস্বী জয়সওয়ালের বদলে এসেছেন রবিন উথাপ্পা । মহিপাল লোমরোর বদলে এসেছেন রিয়ান পরাগ । এদিকে বেন স্টোকস এসেছেন অ্যান্ড্রু টাইয়ের বদলে । বরুণ অ্যারনের বদলে প্রথম একাদশে এসেছেন জয়দেব উনাদকট ।
সানরাইজ়র্স হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার , জনি বেয়ারস্টো , মণীশ পাণ্ডে , কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ , অভিষেক শর্মা , বিজয় শংকর, রশিদ খান , সন্দীপ শর্মা , খলিল আহমেদ ও টি নটরাজন ।
রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার , স্টিভ স্মিথ , সঞ্জু স্যামসন , রবিন উথাপ্পা , রিয়ান পরাগ , বেন স্টোকস, রাহুল তেওয়াটিয়া , জোফ্রা আর্চার, শ্রেয়াস গোপাল , কার্তিক ত্যাগী ও জয়দেব উনাদকট ।