পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলিকে নিয়ে সানির বিদ্রূপ, পালটা অনুষ্কার - সুনীল গাভাসকর

কিংবদন্তি ব্যাটসম্যান ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির আউট হওয়ার ধরন দেখে সমালোচনা করেছিলেন। বলেন, লকডাউনে অনুষ্কার বোলিংয়ে কোহলি অনুশীলন করেছেন । সেই প্র্যাকটিসে কোহলির কিছু লাভ হয়নি ।

virat vs Sunil
virat vs Sunil

By

Published : Sep 25, 2020, 5:31 PM IST

Updated : Sep 25, 2020, 6:38 PM IST

দুবাই, 25 সেপ্টেম্বর : সানি বনাম বিরুষ্কা । চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিস্তরঙ্গ ক্রিকেট শোয়ে বাড়তি উত্তাপ বয়ে নিয়ে এল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ফের ব্যর্থ বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের ব্যাট রানের মুখ দেখতে ব্যর্থ। ফলে তাঁর ব্যর্থতা ঘিরে সমালোচনার বুদবুদ তৈরি হচ্ছিল। আর তা তীক্ষ্ণভাবে সামনে নিয়ে আসেন সুনীল গাভাসকর ।

কিংবদন্তি ব্যাটসম্যান ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির আউট হওয়ার ধরন দেখে সমালোচনা করেছিলেন। বলেন, লকডাউনে অনুষ্কার বোলিংয়ে কোহলি অনুশীলন করেছেন । প্র্যাকটিসের এই ভিডিয়ো তিনি দেখেছেন। সেই প্র্যাকটিসে কোহলির কিছু লাভ হয়নি ।

ধারাভাষ্য দেওয়ার সময় সুনীলের এই মন্তব্যে ক্ষুব্ধ হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে গাভাসকরের এই মন্তব্যকে রুচিহীন বলে পালটা সমালোচনা করেন। খেলার মাঠে স্বামীর ব্যর্থতাকে সমালোচনা করতে গিয়ে কেন স্ত্রীকে টেনে আনা হল তা জানতে চান তিনি ।

অনুষ্কার উত্তর...

কোহলির ব্যাটিং ব্যর্থতার সমালোচনা করতে গিয়ে আরও অনেক শব্দ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও তাঁর নাম কেন টেনে আনা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অনুষ্কা । 2020 সালেও কোনও কিছুই বদল হয়নি। কবে এই ধরনের চটুল মন্তব্য করা বন্ধ হবে বলে প্রশ্ন করেন তিনি । একই সঙ্গে তিনি গাভাসকরকে জেন্টলম্যানস গেম ক্রিকেটের কিংবদন্তি বলে উল্লেখ করেছেন।

অনুষ্কা শর্মা

অনুষ্কা বলেন, গাভাসকরের এই মন্তব্যে আহত হয়েছেন । লকডাউনে নিজের বাড়িতে হালকা মেজাজের ক্রিকেট খেলার ছবি সোশাল মিডিয়ায় দিয়েছিলেন বীরুষ্কা। যা নেটিজ়েনদের নজর কেড়েছিল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শুধু ব্যাটিং ব্যর্থতা নয়, ফিল্ডিং করার সময় লোকেশ রাহুলের দুটো ক্যাচ ফেলেন বিরাট।

সুনীল গাভাসকর

অতীতে কোহলির খারাপ ফর্মের জন্য অনুষ্কাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। সেই সময় ব্লেম গেমের খেলা অন্য মাত্রা পেয়েছিল। তবে তা ছিল সমর্থক এবং বীরুষ্কার মধ্যে সীমাবদ্ধ। এবার কোহলির সমালোচনায় তাঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন গাভাসকরের মতো ব্যক্তিত্ব। ভারতীয় ক্রিকেটে সানি গাভাসকরের বাক্যবাণে ঘায়েল হওয়ার ঘটনা নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন বিরাট কোহলি এবং তাঁর তারকা স্ত্রী।

বিরুষ্কা
Last Updated : Sep 25, 2020, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details