দুবাই, 15 অক্টোবর : বোলিং অ্যাকশন শোধরাবার জন্য ফের একবার কার্ল ক্রো-র শরণাপন্ন সুনীল নারিন ৷ এর আগেও 2014 সাল ও 2015 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলার সময় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ৷ আম্পায়াররা রিপোর্ট করায় তাঁর বোলিং অ্যাকশন শোধরাতে হয় ৷ সেই সময় তাঁকে সাহায্য করেন কার্ল ক্রো ৷ চলতি IPL-এ KXIP-এর বিরুদ্ধে ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করে ফিল্ড আম্পায়াররা ৷ তারপর ফের তা শোধরাবার জন্য কঠিন পরিশ্রম করছেন নারিন ও ক্রো ৷
একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানায়, দুজনে দিন রাত এক করে পরিশ্রম করছেন ৷ সূত্র অনুযায়ী, ‘‘ 2014-15 সালে ক্রোর কাছেই নিজের বোলিং অ্যাকশন শোধরাবার জন্য গিয়েছিলেন নারাইন ৷ এবং এবারও তাঁরা মাঠে নতুন অ্যাকশনে বোলিং করতে কঠিন পরিশ্রম করছেন ৷ তাঁরা দীর্য সময় হয় নেটে অথবা ডাটা অ্যানালাইজ় করে কাটাচ্ছেন ৷’’
ক্রো-ই বর্তমানে নারাইনের একমাত্র উপায় ৷ তিনি এখন বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করতে যেতে পারবেন না ৷ কারণ তাঁর জন্য নারাইনকে ICC ও BCCI অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র আর্থোস্কপি অ্যান্ড স্পোর্টস সায়েন্স সেন্টারে (SRASSC) আসতে হবে ৷ আর চেন্নাই এলে পুনরায় তাঁকে ফ্রেস কোয়ারানটিনে থাকতে হবে ৷ ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ম্যাচেও তাঁকে ডাগআউটে বসতে হয়েছে ৷
একটি বিবৃতি দিয়ে IPL-র তরফে জানানো হয়েছে, ‘‘ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবৈধ্য বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী ফিল্ড আম্পায়াররা তাঁর বিরুদ্ধে রিপোর্ট করেছেন ৷ নারাইনকে সতর্ক করা হয়েছে ৷ এবং তাঁকে বোলিং করার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে ফের তাঁর বিরুদ্ধে রিপোর্ট এলে BCCI-এর অবৈধ্য বোলিং অ্যাকশন কমিটির ছাড়পত্র না আসা পর্যন্ত তাঁর IPL-এর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি হবে ৷’’