পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-এ কে এল রাহুলের অধিনায়কত্বে মুগ্ধ গাভাস্কর - কিংগস ইলেভেন পঞ্জাব

কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, কিংস ইলেভেন পঞ্জাবকে খুব ভালোভাবে লিড করছেন রাহুল ৷ এমনকী অধিনায়ক রাহুল বর্তমানে অনেক বেশি পরিণত ।

sunil_gavaskar_think_kl_rahul_has_led_kxip_brilliantly_in_this_ipl
IPL-এ কে এল রাহুলের অধিনায়কত্ব মুগ্ধ সুনীল গাভাস্কর

By

Published : Oct 26, 2020, 5:02 PM IST

নিউদিল্লি, 26 অক্টোবর : IPL-এ কে এল রাহুলের অধিনায়কত্বের প্রশংসায় সুনীল গাভাস্কর ৷ টুর্নামেন্টে পরপর চারটি ম্য়াচ জেতা কিংস ইলেভেন পঞ্জাবের কামব্য়াক নিয়ে বলতে গিয়েই রাহুলের অধিনায়কত্বর বিষয়টি উঠে আসে ৷

কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, কিংস ইলেভেন পঞ্জাবকে খুব ভালোভাবে লিড করছেন রাহুল ৷ এমনকী অধিনায়কত্বের বিষয়ে রাহুল বর্তমানে অনেক বেশি পরিণত বলে মনে করছেন তিনি ৷ সাধারণভাবে আগে রাহুল যেভাবে মাঠে সিদ্ধান্ত নিতেন, তার থেকে এখন অনেক বেশি ভাবনাচিন্তা করে করছেন ৷ তার ঝলক দেখা যায় রাহুলের ফিল্ড সেটিং, বোলিং চেঞ্জ দেখে ৷ যার বড় উদাহরণ, হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিস জর্ডনকে 19 তম ওভার দেওয়া এবং শেষ ওভারে তরুণ আরশদীপের উপর আস্থা রাখা ৷ প্রথমের দিকে পরপর 5 ম্যাচ হেরে কার্যত টুর্নামেন্টে টিকে থাকার আশা শেষই হয়ে গিয়েছিল পঞ্জাবের ৷ সেখান থেকে পরপর চারটি ম্য়াচ জিতে আবারও লড়াইয়ে ফিরে এসেছে তারা ৷

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জেতা নিয়ে গাভাস্কর বলেন, তাদের ম্য়াচ জেতার পথ খুঁজে বের করতে হত ৷ কিংস ইলেভেন টুর্নামেন্টের শুরু দিকে পরপর ম্য়াচ হারছিল ৷ তবে দেখার বিষয় ছিল, সবক’টি ম্য়াচে শেষ মুহূর্তে এসে হেরেছে কে এল রাহুলের দল ৷ এমনকী ভালো খেলেও একটি ম্য়াচে সুপার ওভারে হারতে হয়েছে ৷ তবে বর্তমানে দলটি জয়ের পথে ফিরে এসেছে ৷ যা দেখে খুবই খুশি তিনি ।

এমনকী কিংস ইলেভেন পঞ্জাবের কোচ অনিল কুম্বলের লড়াই করার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন 71 বছরের এই প্রাক্তন ক্রিকেটার ৷ তিনি মুগ্ধ যেভাবে কুম্বলে গোটা দলের চরিত্রটাই বদলে দিয়েছেন ৷ তাঁর কথায়, অনিল কুম্বলের ভূমিকা এখানে ভুললে চলবে না ৷ অনিল কুম্বলে নিজেও তাঁর ক্রিকেট জীবনে একজন ফাইটার ছিলেন ৷ উদাহরণ হিসেবে ভাঙা চোয়াল নিয়ে অনিল কুম্বলের বোলিংয়ের কথা তুলে ধরেন তিনি ৷ আর সেই স্পিরিটই তিনি কিংস ইলেভেন পঞ্জাব দলের মধ্য়ে দেখতে পাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details