দুবাই, 27 সেপ্টেম্বর : মঙ্গলবার IPL-এ চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে রাজস্থানকে জয় এনে দিয়েছিলেন তরুণ ক্রিকেটর সঞ্জু স্যামসন ৷ এবার তাঁর প্রশংসা করলেন শেন ওয়ার্ন ৷ কিন্তু এত ভালো খেলা সত্ত্বেও তিনি কেন ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে খেলেন না তা অবাক করেছে তাঁকে ৷ তাঁকে ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাটে খেলতে দেখতে চান তিনি ৷
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের তারকা ছিলেন সঞ্জু ৷ তাঁর অনবদ্য ব্যাটিংয়ে উড়ে গিয়েছিল চেন্নাই ৷ ছ'টি ছয়-সহ মাত্র 32 বলে 74 রান করেন তিনি ৷ ম্যান অফ দা ম্যাচের পুরস্কারও পান ৷ আর তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ শেন ওয়ার্ন ৷ স্যামসনের প্রশংসা করে ওয়ার্ন বলেন ,"আমি দীর্ঘদিন ধরে এই কথা বলেছি এবং আমি মনে করি সঞ্জু স্যামসন অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়। আমি দীর্ঘদিন এই ধরনের খেলোয়াড় দেখিনি ৷ আমি অবাক হয়েছি যে তিনি ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে খেলছেন না ৷ "