পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রুতুরাজ যেন তরুণ বিরাট : ডুপ্লেসি - রুতুরাজ গায়কোয়াড়

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রুতুরাজ করেন অপরাজিত 65 রান ৷ পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেন 72 রানের ইনিংস ৷

CSK vs KXIP
CSK vs KXIP

By

Published : Nov 1, 2020, 10:03 PM IST

আবু ধাবি, 1 নভেম্বর : কিংস ইলেভেন পঞ্জাবকে 9 উইকেটে হারিয়ে প্লে অফের সমীকরণ বদলে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ শেষ তিনটি ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়েছে ধোনি ব্রিগেড ৷ এবং শেষ তিনটি ম্যাটেই অর্ধশতরান করেছেন চেন্নাইয়ের তরুণ তূর্কি রুতুরাজ গায়কোয়াড় ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রুতুরাজ করেন অপরাজিত 65 রান ৷ পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেন 72 রানের ইনিংস ৷ এবং আজ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাঁর সংগ্রহ অপরাজিত 62 রান ৷ আর শেষ তিন ম্যাচে তাঁর ধারাবাহিকতা দেখে আপ্লুত ফাফ ডুপ্লেসি ৷

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রুতুরাজের তুলনা করেন ৷ চাপের মুখে রুতুরাজের ব্যাটিং ফাফকে বেশি আকর্ষণ করেছে ৷ তিনি বলেন, ‘‘ ওকে দেখে তরুণ বিরাট কোহলি মনে হচ্ছে, তাই নয় কি? যেটা আমাকে বেশি আকর্ষণ করেছে তা হল ওর চাপ সামলানো ৷ এবং একটি তরুণ ক্রিকেটারের এই গুণটি দেখে খুব ভালো লাগে ৷ ওর একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে ৷’’

আজকের ম্যাচ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের শেষ ম্যাচ ছিল ৷ আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল CSK ৷ তবে প্লে অফে যাওয়ার সুযোগ ছিল KXIP-র ৷ কিন্তু ধোনির চেন্নাইয়ের কাছে হেরে তারাও টুর্নামেন্টের বাইরে ৷

ABOUT THE AUTHOR

...view details