আবুধাবি, 25 অক্টোবর : 21 বলে বিধ্বংসী 60 রান । তার মধ্যে সাতটি ছক্কা । হার্দিক পাণ্ড্যের এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান করল মুম্বই । হার্দিক ছাড়াও রান পেলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সৌরভ তিওয়ারি ।
টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমেই ছন্দপতন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ শুরুতেই ওপেনার এবং উইকেট কিপার ব্য়াটসম্য়ান কুইন্টন ডি’ককের উইকেট হারায় মুম্বই ৷ 4 বলে মাত্র 6 রান করে রাজস্থানের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান কুইন্টন ৷ এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন সুর্যকুমার যাদব ৷