দুবাই, 5 অক্টোবর : দুটো দলই 4 ম্যাচ খেলে তিনটেয় জিতেছে । আজ যে জিতবে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে যাবে । আর সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও দিল্লি ক্যাপিটালস (DC) ।
ব্যর্থতা কাটিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন RCB অধিনায়ক বিরাট কোহলি । দলের পারফরম্যান্সেও তিনি খুশি । ফর্মে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স । তরুণ ওপেনার দেবদূত পড়িক্কলও ভরসা জোগাচ্ছেন দলকে । রয়েছেন অজ়ি ওপেনার অ্যারন ফিঞ্চ । ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কমেছে বিরাটের ।
বোলারদের নিয়েও খুব একটা চাপ নেই বিরাটের । যুজবেন্দ্র চাহাল ভালো বল করছেন । নভদীপ সাইনিও অধিনায়কের আস্থার মর্যাদা রাখছেন । চোট সারিয়ে দলে ফিরতে পারেন ক্রিস মরিস । অ্যাডাম জ়াম্পার জায়গায় প্রথম একাদশে থাকতে পারেন । ডেথ ওভারে সাইনির সঙ্গে তাঁকে ব্যবহার করতে পারবেন কোহলি । লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন মরিস । সবমিলিয়ে দিল্লি ম্যাচের আগে ফুরফুরে মেজাজে RCB অধিনায়ক ।