পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"সেরা অনুভূতি", IPL ফাইনালে উঠে বললেন দিল্লির অধিনায়ক - দিল্লি ক্যাপিটালস

17 রানে সানরাইজ়ার্স হায়দরাবাদকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস ফাইনালে পৌঁছেছে ।

শ্রেয়স আইয়ার
শ্রেয়স আইয়ার

By

Published : Nov 9, 2020, 1:30 PM IST

আবুধাবি, 9 নভেম্বর : IPL ফাইনালে নিজেদের জায়গা করে নেওয়াটা সেরার সেরা অনুভূতি ৷ বললেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার । শ্রেয়স আইয়ার নিজের দল নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বাধাহীনভাবে খেলতে চান ।

রবিবার দুবাইতে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজ়ার্স হায়দরাবাদ মুখোমুখি হয় । 17 রানে সানরাইজ়ার্স হায়দরাবাদকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস ফাইনালে পৌঁছেছে ।

ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে আইয়ার বলেন, "এটা সত্যিই একটা সেরা অনুভূতি । জার্নিটা যেন একটা রোলার কোস্টারের মতো । আবেগের মাত্রা যেন কখনও উপরে উঠছে, কখনও নিচে নামছে । কখনই আপনি আপনার আবেগ এক জায়গায় রাখতে পারবেন না । সবসময় তা পরিবর্তনশীল । আশা করি পরের খেলাতেও আমরা ভালোই খেলব । মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমাদের দল অনায়াসেই ভালো খেলবে । আমাদের দলের সম্মিলিত প্রচেষ্টার ফল যা বয়ে নিয়ে যাচ্ছে ।"

আইয়ার আরও বলেন, "দিনের শেষে আমরা পরিবারের মতোই এক জায়গায় আবদ্ধ ছিলাম । প্রত্যেকে তাদের নিজের সেরাটা দিয়েছে, তাতে আমি খুব খুশি । কিন্তু কোচদের এবং সহকর্মীদের সমর্থন সবসময় পেয়েছি । সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দল হল সবচেয়ে স্পেশাল । আমি সত্যিই ভাগ্যবান যে আমার এইরকম একটা দুর্দান্ত দল পেয়েছি ।"

রবিবারের ম্যাচ সম্পর্কে আইয়ার বলেন, "আমরা প্রতি ওভারে 10 রানের টার্গেট নিয়েছিলাম । কিন্তু জানতাম, রশিদ মাঝের ওভারগুলোয় ভয়ংকর হবে । তাঁকে কোনও উইকেট না দেওয়ার পরিকল্পনা ছিল । আমাদের শুরুতে কিছু খামতি ছিল । দরকার ছিল রকেটের গতিতে শুরু করা । আমরা ভাবছিলাম যদি ধাওয়ান যায়, তিনি খুব ভালো খেলবেন ৷ আর তাঁর থেকেই ভালোভাবে শুরু হতে পারত ।"

ABOUT THE AUTHOR

...view details