পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আজ মুম্বইয়ের মুখোমুখি হায়দরাবাদ, ম্যাচের ফলে নির্ভর করছে KKR-র ভাগ্য - হায়দরাবাদ বনাম মুম্বাই

টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে শারজার পিচের ব্যপক পরিবর্তন হয়েছে । IPL শুরুর দিকে শারজায় রানের ঝড় উঠলেও বর্তমানে পিচ স্লো হয়ে গেছে । শেষ কয়েকটি ম্যাচে স্কোর 150-র আশপাশে ছিল । ফলে মঙ্গলবারও শারজায় যারা দ্বিতীয় ব্যাটিং করবে তারা অ্যাডভান্টেজ পাবে ।

Mumbai Indians
Mumbai Indians

By

Published : Nov 3, 2020, 7:00 AM IST

Updated : Nov 3, 2020, 1:40 PM IST

শারজা, 3 নভেম্বর : মঙ্গলবার IPl-র রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ । পর পর দুটো ম্যাচে জিতে আত্মবিশাবাস তুঙ্গে সানরাইজ়ার্স হায়দরাবাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই IPL-এর প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলবে ওয়ার্নারের হায়দরাবাদ । প্লাস রান-রেটের জন্য আর কোনও হিসেব নিকেশ করতে হবে না নিজ়ামের শহরের দলের ।

প্লেয়িং ইলেভেন থেকে হার্ড হিটার জনি বেয়ারস্টোকে বাইরে রাখলেও দলে প্রভাব পড়েনি । উলটে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটি হিট । এছাড়াও জেসন হোল্ডারের অন্তর্ভুক্তি অলরাউন্ড অপশন খুলে দিয়ে হায়দরাবাদের ভারসাম্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন হোল্ডার এবং সন্দীপ শর্মা । ডেথ ওভারে তাঁদের দাপটে ম্যাচ থেকে হারিয়ে যায় বিরাটের RCB । এর সঙ্গে বাঁহাতি পেসার টি নটরাজন এবং দলের ট্রাম্প কার্ড রশিদ খান , হায়দরাবাদের বোলিং আক্রমণকে সম্পূর্ণতা দিয়েছে ।

সানরাইজ়ার্সের খেলোয়াড়রা জানেন যে মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ভুলের কোনও অবকাশ নেই । রেকর্ড পঞ্চম IPL জয়ের জন্য মুম্বই মুখিয়ে রয়েছে ।

এদিকে অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতির প্রভাব পড়লেও তা কাটিয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স । তাদের শেষ দুটো ম্যাচে RCB এবং দিলি ক্যাপিটালসকে দুরমুশ করে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে । ট্রেন্ট বোল্ট এবং জসপ্রিত বুমরা নতুন বলে সুইংয়ের ঝড় তুলছে । সেই সঙ্গে পুরোনো বলেও তাঁদের নিয়ন্ত্রিত বোলিং বিপক্ষে ত্রাস সৃষ্টি করছে ।

এদিকে হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত দলে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে । যদিও কাইরন পোলার্ড রোহিতের অনুপস্থিতিতে দুর্দান্ত ভাবে অধিনায়কত্ব সামলাচ্ছেন । তবে রোহিতের উপস্থিতি যে মুম্বই শিবিরের মনোবল আরও বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না । ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাকা করে ফেলা মুম্বই শিবিরের কাছে হায়দরাবাদের বিরুদ্ধে আরও একটি দুরন্ত পারফর্মেন্স আশা করছে মুম্বইয়ের সমর্থকরা ।

টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে শারজার পিচের ব্যাপক পরিবর্তন হয়েছে । IPL শুরুর দিকে শারজায় রানের ঝড় উঠলেও বর্তমানে পিচ স্লো হয়ে গেছে । শেষ কয়েকটি ম্যাচে স্কোর 150-র আশপাশে ছিল । ফলে মঙ্গলবারও শারজায় যারা দ্বিতীয় ব্যাটিং করবে তারা অ্যাডভান্টেজ পাবে ।

এদিকে এই ম্যাচের উপর নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য । মুম্বই ইন্ডিয়ান্স হায়দরাবাদকে হারাতে পারলে কোনও রকম অঙ্ক ছাড়াই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে নাইটদের । আর হায়দরাবাদ যদি মুম্বইকে হারিয়ে দেয় তবে কলকাতা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে । কারণ, পয়েন্ট সমান হলেও হায়দরাবাদের রান রেট কলকাতার থেকে ভালো । সোমবার প্লে অফে চলে গিয়েছে দিল্লি ও ব্যাঙ্গালোর । ফলে আজ হায়দরাবাদের জয়-পরাজয়ের উপর নির্ভর করছে মরগ্যানদের প্লে অফে যাওয়ার ভাগ্য ।

Last Updated : Nov 3, 2020, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details