পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হলুদ জার্সিতে শেষ বছর? দুই শব্দে উত্তর ধোনির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

By

Published : Nov 1, 2020, 4:22 PM IST

Updated : Nov 1, 2020, 5:25 PM IST

আবু ধাবি, 1 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলতে নামল চেন্নাই সুপার কিংস ৷ প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে CSK ৷ তাই স্বাভাবিক ভাবেই প্রশ্নটা চলে আসে ৷ তাহলে কি চেন্নাই সুপার কিংস জার্সি পরে শেষ ম্যাচ খেলতে নামলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ? প্রশ্নটা করা হয়েছিল স্বয়ং ধোনিকে ৷ হেলিকাপ্টার শটের মতোই উত্তর দিলেন ক্যাপ্টেন কুল ৷ দুই শব্দের উত্তরে জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমেও তাঁকে দেখা যাবে CSK জার্সিতেই ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ৷ প্রথম থেকেই দলের অধিনায়কত্বের ভূমিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি ৷ চলতি বছরই প্রথম বারের জন্য প্লে অফে জায়গা করতে পারল না CSK ৷ লিগের শুরু থেকেই বিতর্ক অব্যাহত চেন্নাই দলে ৷ দলের 13 সদস্য কোরোনা আক্রান্ত হন ৷ সুরেশ রায়না ও হরভজন সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেন ৷ তার পরে দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে ধোনির মন্তব্য ৷ সর্বোপরি প্লে অফে জায়গা করতে না পারা ৷ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খুব দ্রুত ভুলতে চাইবে CSK ও তাদের সমর্থকরা ৷

IPL -এ খেলতে আসার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন কুল ৷ তাই একমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেই খেলতে দেখা যাবে মাহিকে ৷ কিন্তু গুঞ্জন ওঠে আজই কি শেষ ম্যাচ খেলতে নামলেন ধোনি ? তাঁকে কি আর দেখা যাবে চেন্নাইয়ের পরিচিত হলুদ জার্সিতে ?

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টসের সময় ধোনিকে প্রশ্নটা করেই ফেলেন সঞ্চালক ড্যানি মরিসন ৷ নিজের স্টাইলে উত্তর দেন ধোনি ৷ বলেন ‘‘ ডেফিনেটলি নট ’’ ৷ দলের খারাপ ফলের পরই ধোনিকে নিয়ে প্রশ্ন ওঠে ৷ তবে চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন পরিষ্কার করে জানিয়ে দেন, 2022 সালেও ধোনি CSK-র জার্সি পরেই মাঠে নামবেন ৷

CSK সমর্থকরা ধোনিকে ‘‘থালা’’ বলে ডাকেন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চেন্নাইকে ফাইনালে তোলেন তিনি ৷ এছাড়া তিনটি IPL খেতাবও জয় করে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৷

Last Updated : Nov 1, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details