পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পিনের জাদুতে ধরাশায়ী শ্রেয়সরা, কেরিয়ারে প্রথম 5 উইকেট বরুণের - শেখ জায়েদ স্টেডিয়াম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে প্রথমবার ৷ নিজের কেরিয়ারেও প্রথম 5 উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী ৷ তাঁর আগুনে স্পেলে ধরাশায়ী দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৷

Varun Chakravarthy
Varun Chakravarthy

By

Published : Oct 24, 2020, 9:16 PM IST

আবু ধাবি, 24 অক্টোবর : শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 59 রানে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷ আর দুরন্ত বোলিং করে ম্যাচের হিরো অবশ্যই বরুণ চক্রবর্তী ৷ কলকাতার মিস্ট্রি স্পিনারের ভেলকিতে দিশাহার হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে প্রথমবার ৷ নিজের কেরিয়ারেও প্রথম 5 উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী ৷ তাঁর আগুনে স্পেলে ধরাশায়ী দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৷ ঋষভ পন্থ থেকে শুরু ৷ তারপর একে একে বরুণের শিকার হলেন শিমরন হেটমেয়ার, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস ও অক্সর প্যাটেল ৷

12 তম ওভারে বরুণের প্রথম শিকার দিল্লির উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ বাউন্ডারি লাইনে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ ৷ নিজের পরের ওভারেই পর পর দুই বলে ফিরিয়ে দেন হেটমায়ার ও শ্রেয়স আইয়ারকে ৷ নিজের তৃতীয় ওভারেও ফের দুটি উইকেট নেন বরুণ ৷ ওভারের প্রথম বলে ফেরান মার্কাস স্টইনিস ও পঞ্চম বলে ফেরান অক্সর প্যাটেলকে ৷

তবে দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স ৷ ইনিংসের অষ্টম ওভারেই 42 রানেই 3 উইকেট হারায় কলকাতা ৷ তারপর দুরন্ত ব্যাটিং করেন সুনীল নারাইন ও নীতীশ রাণা ৷ মূলত এই দু’জনের ব্যাটে ভর করে দিল্লি ক্যাপিটালসকে 195 রানের টার্গেট দেয় KKR ৷

ABOUT THE AUTHOR

...view details